সই করার জন্য এক্সিকিউটিভ কমিটিকে তৈরি রাখছে ইস্টবেঙ্গল

একস্ট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের চুক্তি জট এখনো অব্যাহত। মাঝখানে কয়েকদিন ধরে দীর্ঘ মিটিংয়ের পর শ্রী সিমেন্ট কতৃপক্ষ ইস্টবেঙ্গলের কথামতো চুক্তিপত্রের কিছু পয়েন্ট পরিবর্তন করেছে।
এই পরিবর্তন সাধিত হলে ইস্টবেঙ্গল ক্লাব ফাইনাল এগ্রিমেন্টের সই করে দেবে, এমনই জানা গেছে। কিন্তু শ্রী সিমেন্ট থেকে যে কাগজটি ক্লাবে এসে পৌঁছায় পরে জানা যায় সেটি পুরনো এগ্রিমেন্ট এর কাগজ, সেটি নতুন এগ্রিমেন্ট-এর কাগজ নয়। ইস্টবেঙ্গল ক্লাব এখনও অপেক্ষা করছে যে নতুন এগ্রিমেন্ট এর কাগজ কবে ক্লাবে এসে পৌঁছাবে।
জানা গিয়েছিল এই কাগজ শুক্রবার অর্থাৎ ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে তে ক্লাবে আসার কথা। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও সেই কাগজ ক্লাবে এসে পৌঁছায়নি, এর ফলে ক্লাবের কর্মকর্তারা এক্সিকিউটিভ মেম্বারদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন এবং কথা হয়েছিল এই মিটিং এর পরই ক্লাবের কর্মকর্তারা শ্রী সিমেন্ট এর সঙ্গে নতুন চুক্তির সই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু আদতে তা হয়ে ওঠেনি ফলে ক্লাবের কর্মকর্তারা প্রচন্ড হতাশ এবং শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে হয়তো কাল অর্থাৎ শনিবার শ্রী সিমেন্ট এর কাছ থেকে নতুন এগ্রিমেন্টের কাগজ ক্লাবে এসে পৌঁছাবে।
ইস্টবেঙ্গল ক্লাব কাল আবার একটি এক্সিকিউটিভ কমিটির মিটিং রেখেছে। কারণ তারা চায় এই দীর্ঘ টালবাহানার শেষ দেখতে সেই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে নতুন এগ্রিমেন্ট এর কাগজ ক্লাবে এসে পৌঁছালেই আর সময় নষ্ট না করে সেটি এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে।