ফিফা বিশ্বকাপ ২০২২: কঠিন গ্রুপে লড়তে প্রস্তুত জাপান

এক্সট্রা টাইম ওয়ে ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৫ দিন। বিশ্বের ৩২ টি সেরা ফুটবলীয় দেশ মুখোমুখি হতে চলেছে একে অপরের। চলছে শেষ মুহূর্তের দল গোছানোর কাজ। এর মধ্যেই এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফুটবল দেশ জাপান তাদের ২৬ জনের প্রধান দল ঘোষণা করেছে।
এশিয়া জায়েন্ট জাপান, ফিফা ফুটবল বিশ্বকাপে বড়াবড়ই ভালো ফুটবল প্রদর্শন করেছে। ১৯৯৮ বিশ্বকাপ থেকে শেষ ৬টি বিশ্বকাপেই তারা অংশগ্রহণ করেছে। ২০১৮ বিশ্বকাপে তারা শেষ ১৬ রাউন্ডেও খেলেছে।
যদিও ২০২২ বিশ্বকাপে গ্রুপ 'ই' তে তাদের প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। এই গ্রুপে একদিকে যেমন রয়েছে চার বারের বিশ্বকাপ বিজয়ী জার্মানি, অন্যদিকে রয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। এছাড়াও জাপানের গ্রুপে রয়েছে কোস্টা রিকা, যাদেরকে মানুষ জায়েন্ট কিলার হিসাবে চেনে।
এমন কঠিন গ্রুপে লড়াই করতে হলেও এই বিশ্বকাপে জাপানের দল যথেষ্ট শক্তিশালী এবং দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা গ্রুপ 'ই' এর সমস্ত হিসেব নিকেশ বদলে দিতে পারে।
২০২২ সালে জাপান ফুটবল দল মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চীন, আরব, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ঘানা, হংকং, দক্ষিণ কোরিয়া, আমেরিকার বিরুদ্ধে তারা জয়লাভ করেছে। এছাড়াও তারা ব্রাজিলের বিরুদ্ধে মাত্র ১ গোলে হারে এবং ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচটি ড্র হয়।
জাপানের ২৬ জনের বিশ্বকাপ দলে যে সকল খেলোয়াড় এই বিশ্বকাপে নজর কারতে পারেন, তারা হলেন- আর্সেনাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু, শাল্কে ডিফেন্ডার মায়া ইয়োশিডা, ফ্রাঙ্কফুর্ট মিডফিল্ডার কামাডা, রিয়াল সোসিয়াদের উইঙ্গার তাকেফুসা কুবো এবং সেল্টিকের স্ট্রাইকার ডাইজেন মাইদা।
জাপান কোচ মরিয়াসু সম্প্রতি জানিয়েছেন তিনি তার দল নিয়ে আশাবাদী। তিনি আশা রাখছেন তার দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
জাপানের ২৬ জনের দল-
গোলকিপার- শুইচি গন্ডা, এইজি কাওয়াশিমা, ড্যানিয়েল স্কিমিডট
ডিফেন্ডার- ইউটো নাগাটোমো, মায়া ইয়োশিডা, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি সাকাই, শোগো তানিগুচি, কউ ইটাকুরা, মিকি ইয়ামানে, হিরোকি ইতো
মিডফিল্ডার- ওয়াটারু এন্ডো, হিডেমাসা মোরিতা, আও তানাকা, ডাইচি কামাডা, জুনিয়া ইতো, কাওরু মিতোমা, তাকুমি মিনামিনো, ইউকি সোমা, গাকু শিবাসাকি, তাকেফুসা কুবো, রতুসা ডোয়ান
ফরোয়ার্ড- ডাইজেন মেইডা, তাকুমা আসানো, আয়াসে উইডা