ফিফা বিশ্বকাপ ২০২২ঃ ঘোষিত হল ফুটবল বিশ্বকাপের তারকা খচিত বিশেষজ্ঞ প্যানেল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের নতুন খেলা সম্প্রচারক সংস্থা ভায়াকম ১৮ স্পোর্টস আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য তারকা খচিত বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে। স্পোর্টস ১৮ এবং জিও সিনেমায় সম্প্রচার হতে চলা ফুটবল বিশ্বকাপের বিশেষজ্ঞ প্যানেলে থাকতে চলেছেন ওয়েন রুনি, লুইস ফিগো, রবার্ট পিরেস, সল ক্যাম্পবেল এবং গিলবার্ত সিলভা।
ভারতীয় ফুটবল ভক্তরা এমন অভিজ্ঞতা এই প্রথম পেতে চলেছেন। ওয়েন রুনি সল ক্যাম্পবেলদের মত প্রাক্তন বিশ্বকাপাররা তাদের অজানা অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেবেনেই বিশ্বকাপের সময়।
ইতিমধ্যে ওয়েন রুনি বিশ্বকাপের বিশেষজ্ঞ প্যানেল নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখানে তিনি হিন্দিতে বলেছেন "নমস্কার ভারত। আমি খুব শীঘ্রই আসছি। ফিফা বিশ্বকাপ ২০২২ আমরা একসাথে দেখব।"
লিঙ্কে ক্লিক করে দেখুন সেই ভিডিও-