ফিফা বিশ্বকাপ ফাইনাল শুধুমাত্র মেসি সম্পর্কিত নয়! জানালেন ফ্রেঞ্চ অধিনায়ক হুগো লরিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সাত বারের ব্যালন ডি'ওর জয়ী লিওনেল মেসি তাঁর শেষ ফিফা বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবেন ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে। ৩৫ বছর বয়সী মেসির এটি দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ ফাইনাল। স্বাভাবিক ভাবেই ফাইনালের সমস্ত আকর্ষণ তাঁর দিকেই।
তবে মেসির শট যাকে যেন তেন রুখতে হবে অর্থাৎ ফ্রান্স গোলকিপার অর্থাৎ ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস জানিয়েছেন বিশ্বকাপ ফাইনালের সবকিছু শুধুমাত্র লিওনেল মেসি নয়।
লরিস সংবাদ সম্মেলনে এসে বলেছেন, "বিশ্বকাপ ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে একজন খেলোয়াড়ের উপর নজর দেওয়া অসম্ভব। ফাইনাল ম্যাচটি দুটি অসাধারণ দেশের মধ্যে হতে চলেছে।"
লরিস মেসিকে সমীহ করেই তাঁর সম্পর্কে বলেছেন, "আপনি যখন মেসির মতো খেলোয়াড়দের মুখোমুখি হবেন আপনাকে আপনার মনোযোগ তাদের উপর দিতেই হবেকিন্তু এই খেলাটি শুধুমাত্র তাঁর (মেসি) সম্পর্কিত নয়।"
ফ্রান্স দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "আগামীকাল খেলা নিয়ে আমাদের একটি পরিকল্পনা থাকবে যা আমাদের সম্মান জানাতে হবে। আমরা এখনও আর্জেন্টিনাকে নিয়ে পড়াশুনা করছি এবং এই বড় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সঠিক মানসিকতার সাথে মাঠে নামতে হবে।"
নিজেদের প্রধান শক্তি নিয়ে হুগ বলেন, "আমরা পজিসন ফুটবল এবং কাউন্টার অ্যাটাক ফুটবল দুই ধরনের খেলা খেলেতেই সক্ষম।আমাদের আক্রমণ ভাগে অসংখ্য দ্রুত গতির খেলোয়াড়র রয়েছেন। আমাদের দলের সবচেয়ে বড় শক্তি হল আমরা যেওকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি।"