করোনা চ্যারিটিতে দারুণ উদ্যোগ নিল ফিফা। বিস্তারিত পড়ুন...

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রভাব থিতিয়ে যাওয়ার অপেক্ষায় ফিফা। এই মহামারী কমলেই একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
এই ম্যাচ থেকে উপার্জিত অর্থ 'আ্যক্সেস টু কোভিড-১৯ টুলস' কিংবা 'এসিটি'র জন্য। যার মানে হল ম্যাচ থেকে সংগ্রহ করা অর্থ করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা, প্রযুক্তি, ওষুধ ও টীকা তৈরির কাজে ব্যয় করা হবে। এই চ্যারিটি ম্যাচের কথা স্বয়ং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ঘোষণা করেছেন।
কিন্তু কবে ও কোথাও এই প্রদর্শনী ম্যাচ আয়োজিত হবে, কোন কোন ফুটবলার এতে অংশ নেবেন কিংবা কোন ফরম্যাটে ম্যাচটি খেলা হবে সেই বিষয়ে এখনই খোলসা করতে চাননি ফিফা সভাপতি।