প্রযুক্তির সাহায্যে এবার অফসাইড ধরা যাবে আসন্ন বিশ্বকাপে, ঘোষণা ফিফার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার তরফ থেকে ঘোষণা করা হয়, কাতারে হতে চলা আসন্ন ফিফা বিশ্বকাপে বিশেষ প্রযুক্তির সাহায্যে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হবে।
ফিফা জানিয়েছে, সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি প্রকাশ করতে তারা তৈরি। এই প্রযুক্তি একটি বাহু-বিশিষ্ট ক্যামেরা সিস্টেমের মাধ্যমে খেলোয়াড়দের নড়াচড়া ধরবে এবং বলে সেন্সর লাগানো থাকবে। এর ফলে দ্রুত স্টেডিয়ামের স্ক্রিনে থ্রি-ডি ছবি দেখানো হবে, যাতে মাঠে উপস্থিত দর্শকরা রেফারির সিদ্ধান্ত বুঝতে পারেন।
গত দুটি বিশ্বকাপে ফিফা বিশেষ প্রযুক্তি নিয়ে এসেছিল। ২০১৪ বিশ্বকাপে গোল-লাইন প্রযুক্তি এবং ২০১৮ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি এনেছিল। বর্তমানে ভিএআর প্রযুক্তি অফসাইড নির্ণয়ে যে সময়টা নিত, এই নতুন প্রযুক্তিতে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে।
কাতারের প্রতিটি স্টেডিয়ামের ছাদের নীচে ১২টি ক্যামেরা লাগানো থাকবে, যেখানে প্রতিটি খেলোয়াড়ের শরীরের ২৯টি ডেটা পয়েন্ট ট্র্যাক করবে, আর সেটি হবে প্রতি সেকেন্ডে ৫০ বার। এরপর সেই ডেটাটি কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি থ্রিডি অফসাইড লাইন তৈরি করা হবে, যা ভিএআর অফিশিয়ালদের প্রদান করা হবে।
ম্যাচের বলে একটি সেন্সর লাগানো থাকবে, যা তার ত্বরণ নির্ধারণ করবে এবং আরও সূক্ষ্মভাবে কিক পয়েন্টকে তুলে ধরবে, অর্থাৎ কোন সময়ে পাসটি খেলা হচ্ছে।