দুই বছর অন্তর ফুটবল বিশ্বকাপ? ক্লাব-লিগ ও খেলোয়াড়দের সাথে আলোচনা করবে ফিফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে ফিফার পরিকল্পনায় রয়েছে, চার বছর অন্তর ফিফা বিশ্বকাপের ব্যবধান কমিয়ে দুই বছরে আনতে। আর এই নিয়ে একাধিক জায়গায় আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। এবার এই ভাবনার যথার্থতা নিয়ে এই মাসে একাধিক ফুটবল ক্লাব, ফুটবল লিগ ও খেলোয়াড়দের সংগঠনের সাথে আলোচনা করবে ফিফা।
আগামী ৩০ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এই খেলোয়াড় সংগঠন, লিগ ও ক্লাবগুলির সাথে আলোচনা করবে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে ফিফার ২১১ সদস্য ফেডারেশনের। ভার্চুয়ালে এই বৈঠক সারা হবে। আর এই আলোচনার অন্যতম বিষয় হবে দুই বছর অন্তর বিশ্বকাপ।
যদিও এই মাসে প্রাক্তন ও বিশ্বকাপজয়ী ফুটবলারদের সাথে এই নিয়ে কথা বলেছে ফিফা। কাতারে দুই দিনের কনফারেন্সে প্রাক্তন ফুটবলারদের থেকে এই বিষয়ে ইতিবাচক উত্তর পেয়েছে ফিফা। এছাড়া নির্বাচিত দেশের সমর্থকদের মধ্যে কমিশনযুক্ত সার্ভের মাধ্যমেও ইতিবাচক উত্তর পেয়েছে ফিফা।
তবে বর্তমান খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার এই প্রক্রিয়ার সমালোচনা করেছে। এবার এই সংগঠনের সাথেই আলোচনা সারতে চায় ফিফা। সোমবার এক বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়েছে তারা।
যদিও বিশ্ব ফুটবলের অপর দুই শক্তিশালী নিয়ামক সংস্থা উয়েফা (ইউরোপ) ও কনমেবল (দক্ষিণ আমেরিকা) এই সিদ্ধান্তের বিরুদ্ধে রয়েছে। উয়েফা সতর্ক করেছে ঐতিহাসিক চার বছরের চক্র থেকে বেরিয়ে এলে তাদের সমস্ত দেশ বিশ্বকাপ বয়কট করবে। তবে ২১১ ফেডারেশনের সামনে উয়েফা ও কনমেবলের সদস্য সংখ্যা নিতান্তুই নগন্য, যদিও বিশ্বকাপে বেশিরভাগ দেশ এই দুই সংস্থা থেকেই আসে।
ফিফার বক্তব্য এটিই, দুই বছর অন্তর বিশ্বকাপ হলে খেলোয়াড় ও দেশগুলি অনেক বেশি সুযোগ পাবে, প্রতিভার অন্বেষণ বেশি হবে এবং উন্নয়নমূলক কাজে বেশি অর্থ উঠবে। যদিও বিরোধীদের দাবি, এর জেরে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের ভারসাম্য নষ্ট হবে এবং খেলোয়াড়দের চাপ আরও বাড়বে। এছাড়া উয়েফার ইউরো ও কনমেবলের কোপা আমেরিকার ঐতিহ্যও নষ্ট হবে এতে।