২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে একাধিক বড় ঘোষণা ফিফা সভাপতির

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতারঃ ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো যোগদান করেছিলেন ফিফা আয়োজিত সাংবাদিক সম্মেলন। সাংবাদিকদের তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আজ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে পুরুষদের পরবর্তী বিশ্বকাপের ফর্ম্যাট, মহিলা ফুটসল, নতুন ফিফা ক্লাব বিশ্বকাপের ফর্ম্যাট এবং আরও অনেক কিছু।
ইনফান্টিনো বিশ্ব ফুটবল সংক্রান্ত যে যে গুরুত্বপূর্ণ খবর গুলি ১৬ই ডিসেম্বর জানিয়েছেন তা দেখে নিন-
১. ফিফা বিশ্বকাপ ২০২৬- ইনফান্টিনো সরকারি ভাবে ঘোষণা করেছেন যে পরবর্তী পুরুষ বিশ্বকাপ ৪৮টি দেশকে নিয়ে হবে। মোট ১৬ টি গ্রুপে ৩টি করে দল থাকবে। সেখান থেকে সেরা দুই দল উঠবে রাউন্ড অফ ৩২-এ।
এই ফর্ম্যাট এর বিষয় সাংবাদিকরা প্রশ্ন তোলেন যেহেতু তিনটি দল থেকে দুটি দল উঠবে সেহেতু বিশ্বকাপে ফিক্সিংয়ের সম্ভাবনা বেড়ে যাবে। এই প্রশ্নের উত্তরে জিয়ান্নি ইনফান্টিনো জানিয়েছেন ফিফা এবিষয় এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেন নি।
২. ফিফা বিশ্বকাপ ২০৩০- ২০৩০ সালের ফিফা পুরুষ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা হবে ২০২৪ সালে।
৩. ফিফা ফ্লাব বিশ্বকাপ ২০২৫- ২০২৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ ৭টি দলের বদলে ৩২টি দল নিয়ে আয়োজিত হবে।
৪. ফিফা মহিলা ক্লাব বিশ্বকাপ এবং মহিলা ফুটসল বিশ্বকাপ- ইনফান্টিনো জানিয়েছেন ২০২৫ সাল থেকে মহিলাদের ক্লাব বিশ্বকাপ শুরু হতে চলেছে। যদিও টুর্নামেন্টের ফর্ম্যাট এখনও জানানো হয়নি। এছাড়াও শীঘ্রই শুরু হতে চলেছে মহিলাদের ফুটসল বিশ্বকাপ।
৫. অলিম্পিকে ১৬ টি দল- ফিফা সভাপতির কথা অনুযায়ী ফিফা চেষ্টা করছে যাতে অলিম্পিকে ১৬টি দেশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।