চার বছরের বদলে এবার দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চার বছর অন্তর বিশ্বকাপ আয়োজন, এমনটাই বেশিরভাগ ক্রীড়ায় হয়ে থাকে। দীর্ঘ ৯০ বছর ধরে ফুটবল বিশ্বকাপও একই নিয়ম মেনে এসেছে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি ও নিয়মও বদলাচ্ছে। আর এবার বিশ্বকাপ আয়োজনের এক মহৎ রীতিকে পরিবর্তন করার ভাবনায় ফিফা।
ফিফা পরিকল্পনা করেছে, যদি চার বছরের পরিবর্তে দুই বছর অন্তর পুরুষ ও মহিলা বিশ্বকাপ আয়োজন করা যায়। এই নিয়ে একটি বিশেষ পরীক্ষা চালানো হবে সারা বিশ্বে যে এই পরিকল্পনাটি কতটা যুক্তিযুক্ত। আসলে ৭১তম ফিফা কংগ্রেসে সৌদি আরব ফুটবল ফেডারেশন এই দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব রেখেছিল। এবং সেখানে ১৬৬টি সদস্য অ্যাসোসিয়েশন এতে সম্মতি জানিয়েছে, যেখানে ২২টি সদস্য দেশ এর বিরুদ্ধে ভোট দিয়েছে।
যদিও এই প্রস্তাব নতুন নয়, ১৯৯৯ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার এই প্রস্তাব তুলেছিলেন, যা বেশ সমালোচনার মুখে পড়েছিল। যদিও তিনি প্রতি দুই বছর অন্তর হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদাহরণ টেনে এনেছিলেন। ২২ বছর পর আবারও সেই প্রস্তাব সামনে এল।
এই নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, "প্রতি বছর ইংল্যান্ডে ৩৮০টি ম্যাচ হয় যেখানে একই দল বছরের পর বছর খেলছে, আর সেটি খুবই উত্তেজক হয় এবং প্রিমিয়ার লিগ নিয়ে সকলেই খুশি। তাই আমার মনে হয় না এই পরপর টুর্নামেন্ট হওয়াটা অসুবিধার হবে কারণ বিশ্বকাপ আরও বেশি সফল।"
ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপকে ৪৮টি টিমে বাড়িয়ে দিয়েছে ফিফা, এছাড়া ক্লাব বিশ্বকাপকে ২৪ দলে বাড়িয়ে নেওয়ারও উদ্যোগ করেছে ফিফা। আর এই সকল পরিকল্পনা জিয়ান্নি ইনফান্তিনোর, যিনি গত ২০১৬ সালে শেপ ব্লাটারের জায়গায় এসেছিলেন।