বিশ্বকাপ সেমি ফাইনালের আগেই আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা করল ফিফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে পেনাল্টি শুটআউটে জয় পায় আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই মহারণে শুধু ফুটবল নয়, দুই দলের মধ্যে প্রবল সংঘর্ষও দেখা যায়। ম্যাচে মোট ১৭টি হলুদ কার্ড দেখেন দুই দেশের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা।
এই পরিস্থিতিতে সেই ম্যাচে আর্জেন্টিনার অসদ আচরণের কারণে শৃঙ্খলাভুক্ত মামলা করতে চলেছে ফিফা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ম্যাচের নিয়ম ও নিরাপত্তার ভাঙার অভিযোগ এনেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।
তবে শুধু আর্জেন্টিনা নয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও শৃঙ্খলা ভাঙার মামলা করেছে ফিফা। ম্যাচে যদি কোনও দল কম করে ৫টি হলুদ কার্ড দেখে, তাহলে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে ফিফা। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে সেই মামলার সাথে জুড়েছে ম্যাচের নিরাপত্তা ভাঙার অভিযোগও।
কিন্তু এই মামলার জেরে আর্জেন্টিনার খেলোয়াড়দের উপর কোনও প্রভাব পড়বে না বলাই যায়। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবল সংস্থাকে সর্বোচ্চ ১৬ হাজার ডলার জরিমানা দিতে হবে। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে সেই জরিমানার পরিমাণ কিছুটা বেশি হবে।
একই শাস্তি চলতি বিশ্বকাপে দুইবার পেয়েছে সৌদি আরবও। এদিকে বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।