'Be Active' ক্যাম্পেনের জন্য রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার সঙ্গে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে আমন্ত্রণ ফিফার...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্কঃ ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে আমন্ত্রণ জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। 'বি অ্যাকটিভ' ক্যাম্পেনের জন্য। সোমবারই সেই ক্যাম্পেনের উদ্বোধন করে ফিফা। ইউনাইটেড নেশনস (ইউএন) ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)-কে সহযোগিতা করার জন্য।
ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত ২০৯টি দেশের ১৩ লক্ষ মানুষ। যা ভয়াভয় পরিস্থিতি তৈরি করেছে গোটা বিশ্বে। সেই ভয়কে জয় করে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গাইডলাইন দিয়েছে হু। তারা বলেছে, বড়দের প্রতিদিন ৩০ মিনিট ও ছোটদের ৬০ মিনিট করে স্বাস্থ্য সচেতন হতে হবে।
হু জানিয়েছে, (১) অনলাইনে শারীরিক কসরতের ক্লাস, (২) ড্যান্সিং, (৩) প্লেয়িং লাইক ভিডিও গেম, (৪) জাম্পিং রোপ, (৫) পেশির শক্তি বাড়ানো ও ব্যালেন্স ট্রেনিং-এর মাধ্যমে স্বাস্থ্য সচেতন হতে হবে সকলকে।
শুধু তাই নয়, হু-এর এই ক্যাম্পেনের মাধ্যমে সকলকে স্বাস্থ্য সচেতন করতে বিশ্বের সেরা ক্লাব গুলিকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা, যাতে তাদের প্লেয়ার ও কোচেরা ভিডিও করে বিভিন্ন ওয়েবে আপলোড করে। তাহলে তাদের ফ্যান ও সমর্থকরা তাদের দেখে বাড়ি বসেই অনুপ্রাণিত হয়!
ফিফা এই স্বাস্থ্য সচেতনার সূচনা করে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবদের দিয়ে। এতে সামিল হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেলবোর্ন সিটি, সিডনি এফসি মতো পৃথিবীর বিখ্যাত ক্লাবগুলিকে। যাদের প্রচুর ফ্যান বেশ আছে।