২০২৫ সালে হবে ৩২ দলের ফিফা বিশ্বকাপ! বড় ঘোষণা ফিফা সভাপতির

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : শুক্রবার ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে বড়সড় ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সাংবাদিক বৈঠকে হাজির হয়ে ইনফান্তিনো জানিয়েছেন, আগামী ২০২৫ সালে ৩২টি দলের বিশ্বকাপ আয়োজিত হবে।
তবে এটি দেশের বিশ্বকাপ নয়, ক্লাব ফুটবলের বিশ্বকাপ। আগামী ২০২৫ সালে ৩২টি ক্লাবকে নিয়ে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপের আমেজ আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০০ সাল থেকে এই ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা হয়। সাতটি কনফাডেরশনের সাতটি চ্যাম্পিয়ন ক্লাব এবং আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়ন ক্লাব এই টুর্নামেন্টে অংশ করে থাকে। এবার এই সাতটি দল থেকে বেড়ে ৩২টি ক্লাবের বিশ্বকাপ করার পরিকল্পনা ফিফার।
এতদিন অবধি যে ফর্ম্যাটে খেলা হত, সেখানে প্রথম রাউন্ডে খেলা হয় ওশিয়ানিয়া চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী ক্লাব ও আয়োজক দেশের চ্যাম্পিয়ন ক্লাবের মধ্যে। এরপর কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডের বিজয়ী খেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও কাফ চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ীর সাথে। সেমি ফাইনালে কোয়ার্টার ফাইনালের দুই বিজয়ীর সাথে পড়ে কোপা লিবারেতোদেস ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ীর সাথে। আর সেমির দুই বিজয়ী দল খেলবে ফাইনালে।