জিদানকে চরম অপমান ফরাসি ফুটবল ফেডারেশন সভাপতির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই প্রাক্তন ফ্রান্স কিংবদন্তী ফুটবলার তথা অন্যতম সফল কোচ জিনেদিন জিদানের কাছে ব্রাজিল, পর্তুগাল এবং বিভিন্ন দেশের হেড কোচ হওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি কোনো দেশেরই প্রশিক্ষণের দায়িত্ব এখনও পর্যন্ত নেন নি। খবর অনুযায়ী তিনি নিজের দেশ ফ্রান্সের দায়িত্ব সামলানোর জন্য বিশেষ ভাবে আগ্রহী।
তবে তার এই আগ্রহের কারণেই তিনি শিকার হলেন চরম অপমানের। তাও আবার নিজের দেশেরই ফুটবল বোর্ডের সভাপতির কাছে।
সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, "জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না।"
তিনি শুধু জিদানকেই নয়, বর্তমান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় করিম বেঞ্জিমাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ফ্রান্স ফুটবলের সভাপতি বলেছেন, "বেঞ্জিমার অনুপস্থিতি? হয়তো করিম বিশ্বকাপে থাকলে জিরু মাঠে থাকতেন না এবং আমরা বিশ্বকাপে এতো গোল করার সুযোগ পেতাম না।"
সম্প্রতি ফ্রান্সের তরফে জানানো হয়েছে যে ফ্রান্সের কোচ হিসাবে আরও দুই বছর থাকতে চলেছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদানের বিষয় এমন অপমানজনক মন্তব্যের পরেই ক্ষেপে উঠেছে বিশ্ব ফুটবল। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য তারই দেশের ফুটবল বোর্ডের মোটেই শোভা পায়না। যদিও জিদান নিজে এই বিষয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেন নি।