লিওনেল মেসির ১১ বছরের এই রেকর্ডকে ভাঙলেন ম্যান সিটির ফেরান টোরেস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কার্যত দ্বিতীয় সারির দল নামিয়ে ৪-৩ গোলে জেতে সিটি, আর এই ম্যাচের তারকা হয়ে দাঁড়ান তরুণ স্প্যানিশ উইঙ্গার ফেরান টোরেস। দুর্দান্ত হ্যাটট্রিক করে সিটিকে দারুণ জয় এনে দেন টোরেস।
আর এই হ্যাটট্রিকের সাথে লিওনেল মেসির ১১ বছরের দীর্ঘকালীন রেকর্ডকে ভেঙে দিলেন টোরেস। পেপ গুয়ারদিওলার কোচিংয়ে সব থেকে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন ফেরান। মাত্র ২২ বছর ৭৫ দিন বয়সে হ্যাটট্রিক করলেন টোরেস।
এর আগে ২০১০ সালে টেনেরিফের বিরুদ্ধে এফসি বার্সিলোনার ৫-০ জয়ে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি, সেই সময় তার বয়স ছিল ২২ বছর ২০০ দিন।
দুই অর্ধ মিলিয়ে মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেছেন ফেরান টোরেস। চলতি মরশুমের শুরুতে ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটিতে আসেন টোরেস। আর ইতিমধ্যে মরশুমে ১২টি গোল করেছেন তিনি। এছাড়া দেশের হয়ে চমৎকার পারফর্ম করেছেন টোরেস। গত নেশনস লিগে জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন টোরেস, যার জেরে স্পেন ৬-০ ব্যবধানে গুড়িয়ে দিয়েছিল জার্মানিকে।