দেশের আর্মব্যান্ডকে লাথি মারা রোনাল্ডোকে সত্যিকারের অধিনায়কের স্বীকৃতি পর্তুগাল কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ এর শেষ ষোলো ম্যাচে বেলজিয়ামের কাছে এক গোলে হেরে বিদায় নেয় ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। আর তারপর পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি কীর্তি শিরোনামে উঠে আসে, যখন তিনি নিজের ক্যাপ্টেন্স আর্মব্যান্ড ছুঁড়ে তা লাথি মারেন। এই নিয়ে সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ মহাতারকা।
কিন্তু এই সমালোচনা ও হার সত্ত্বেও রোনাল্ডোর প্রতি প্রশংসায় মাতলেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস। তিনি রোনাল্ডোকে সত্যিকারের অধিনায়ক হিসেবে সম্মান দিয়েছেন এবং টুর্নামেন্টে অসাধারণ খেলার জন্য প্রশংসা করেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফার্নান্দো স্যান্টোস বলেছেন, "রোনাল্ডো এই টুর্নামেন্টে পাঁচ গোল করেছে। ও হয়ত আজ গোল করতে পারেনি কিন্তু প্রতিটি ক্ষেত্রে ও সত্যিকারের একজন অধিনায়ক হিসেবে উঠে এসেছে। খেলাটিকে ঘুরিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা করেছে। রোনাল্ডোকে নিয়ে কোনও সমস্যাই নেই।"
এদিকে পর্তুগিজ আক্রমণের দাপট সত্ত্বেও গোল না করতে পারা এবং বেলজিয়ামের এক গোল করা নিয়ে মর্মাহত স্যান্টোস। তিনি বলেছেন, "আমার মনে হয় এটি অনুচিত কিন্তু এটিই ফুটবল। আপনি গোল করতে জিতবেন, ওরা গোল করেছে, আমরা পারিনি। কিন্তু প্রথম ১০ মিনিট যেখানে আমরা ভালো খেলতে পারিনি, তা বাদে আমার খেলোয়াড়রা কঠিন মানসিকতা নিয়ে খেলে গিয়েছে এবং আক্রমণ করেছে।"
"আমরা বলটি চেয়েছিলাম, ২৯টি শট মেরেছিলাম কিন্তু গোল করতে পারিনি। ওরা ছয়টি শোট মেরেছিল, যার মধ্যে একটি লক্ষ্যে ছিল আর তারা জিতে গিয়েছে। আমরা পোস্টে মেরেছি এবং ভয়ঙ্কর হওয়ার চেষ্টা চালিয়েছি কিন্তু বল আর গোল ঢোকেনি। আমরা আমাদের মাথা উঁচু রেখেছিলাম এবং ভেবে গিয়েছিলাম যে আমরা পরিস্থিতি পালটে ফেলতে পারব, কিন্তু এটিই ফুটবল। কখনও আমাদের কাছে কম সুযোগ এসেছে আর আমরা জিতেছি।"
শেষে স্যান্টোস বলেছেন, "আমরা খুবই হতাশ। আমরা ভেবেছিলাম আমরা ফাইন্নালে পৌঁছব এবং জিতব, এমনটাই আমাদের মনোভাব ছিল। কিছু ছেলেরা চেঞ্জিং রুমে কাঁদছিল কিন্তু আমরা আরও খেতাব জিততে পারি আর এখন আমরা বিশ্বকাপের দিতে তাকিয়ে রয়েছি।"