উজবেকে জঘন্য ডিফেন্স এটিকে মোহনবাগানের, হাফডজনের মালা পড়াল নাসাফ

এফসি নাসাফ - ৬ (প্রীতম কোটাল - নিজ গোল, হুসেইন নোরচায়েভ - ৩, ওয়েবেক বোজোরোভ, ডনিয়ের নারজুলায়েভ)
এটিকে মোহনবাগান এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উজবেকিস্তানে লজ্জার হার এটিকে মোহনবাগানের। দীর্ঘ ১০ দিনের প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়েও এমন জঘন্য খেলা খেলল হাবাসের ছেলেরা, বুঝতে অসুবিধা হতে পারে এই দলের উপর অনেকে এএফসি কাপ জেতার আশা করেছিল। নাসাফ ঘরের মাঠে যেন ছেলেখেলা করল মেরিনার্সদের সাথে।
৪ মিনিটে নাসাফের কর্নার থেকে ভুল করে নিজের গোলেই হেড মারেন কার্ল ম্যাকহিউ, যা গায়ে লেগে গোলে ঢোকে প্রীতম কোটালের। এরপর ১৭, ২১ ও ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন হুসেইন নোরচায়েভ।
৪৩ মিনিটে নাসাফ পেনাল্টি পেলে সেটি মিস করেন ওয়েবেক বোরোজোভ। তবে চার মিনিট পরেই গোল করেন বোরোজোভ। আর ৭১ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ডনিয়ের নারজুলায়েভ গোল করেন। অন্ততপক্ষে ১০ গোল মারতে পারত, যদি না সহজ সুযোগগুলি মিস করত নাসাফ।
একেবারে হতশ্রী ডিফেন্সের নজির দেখাল এটিকে মোহনবাগানের ডিফেন্স। নাসাফের উইংপ্লেকে আটকানোর জন্য দুবাইয়ে যা প্রস্তুতি করেছে, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। এদিকে অসহায়ের মতই আক্রমণে উঠতে পারছিলেন না রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস। কিছুটা নজর কাড়েন লিস্টন কোলাসো। আর দাঁড়িয়ে থেকে গোলগুলি হজম করেন অমরিন্দর।