এএফসি চ্যাম্পিয়নস লিগে ইতিহাস! শেষ ম্যাচে পূর্ণ ভারতীয় একাদশে নামবে এফসি গোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গিয়েছে এফসি গোয়া, কিন্তু যে খেলা তারা দেখিয়েছে এই হেভিওয়েট টুর্নামেন্টে, তা সত্যিই কুর্নিশযোগ্য। এবার আল ওয়াহদার বিরুদ্ধে শেষ ম্যাচে ইতিহাস গড়তে চলেছে গোয়া।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির তারকাসমৃদ্ধ দল আল ওয়াহদার বিরুদ্ধে পূর্ণ ভারতীয় একাদশে নামছে এফসি গোয়া। জানা গিয়েছে, সকল বিদেশী খেলোয়াড়রা নিজেদের দেশে ফিরে গিয়েছেন, যার মধ্যে রয়েছেন কোচ জুয়ান ফেরান্দোও। এই অবস্থায় সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার অধীনে এগারোজন ভারতীয় খেলোয়াড় নামবে শক্তিশালী আল ওয়াহদার বিরুদ্ধে, যারা পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে।
এবারের চ্যাম্পিয়নস লিগে জয় না পেলেও কাতারি দল আল রায়ানের বিরুদ্ধে দুটি ড্র, আল ওয়াহদার বিরুদ্ধে ড্র এবং গতবারের চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ পার্সেপোলিসের সাথে লড়েও হার গোয়ার। এদিকে আল ওয়াহদার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জয় পেয়ে দেশের মানুষদের জন্য উতসর্গ করতে চান দলের সাইড ব্যাক সেরিটন ফার্নান্ডেজ।
এই নিয়ে এআইএফএফ এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সেরিটন বলেছেন, "আমরা যদি জিতি, তাহলে আমরা তা ভারতের মানুষদের জন্য উতসর্গ করব। আমরা শেষ ম্যাচটিকে বাকি ম্যাচগুলির মতই দেখব, তিন পয়েন্ট নেওয়ার জন্য নামব। আমরা নিজেদের জায়গা থেকে সরিনি এবং জয়ের জন্য চেষ্টা চালিয়ে যাব, প্রতিপক্ষে যেই থাকুক না কেন। আমরা কেবল এটি নিয়েই ভাবি।"