কেরিয়ারের সব থেকে জঘন্য পরিস্থিতিতে খেললাম, কল্যাণীতে ডুরান্ড খেলে বার্তা এডু বেডিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দিল্লি এফসিকে ৫-১ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠল এফসি গোয়া। তবে এই ম্যাচের আয়োজন নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল।
এই খেলাটি মোহনবাগান মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির জেরে মোহনবাগান তাঁবুতে জল জমে যায় এবং মাঠ খেলার অযোগ্য হয়। এর জেরে এফসি গোয়া ম্যাচ সরানোর আর্জি জানায় এবং খেলা নিয়ে যাওয়া হয় কল্যাণীর পুরসভা স্টেডিয়ামে।
তবে কল্যাণীতে খেলা নিয়েও অসন্তুষ্ট এফসি গোয়া। দীর্ঘ যাত্রা ও খারাপ মাঠ নিয়ে কড়া সমালোচনা করেন এফসি গোয়ার স্প্যানিশ মিডফিল্ডার এডু বেডিয়া।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এফসি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল রবি পুষ্কর অভিযোগ করেন, রাজারহাটের ওয়েস্টইন হোটেল থেকে কল্যাণী যেতে ২-৩ ঘন্টা লেগে গিয়েছে এবং এর জেরে অনেক সকালে উঠতে হয়েছে ফুটবলারদের। তিনি বলেন, "আমার মনে হয় না এটি কোনও পেশাদার ক্লাবের পক্ষে উপযুক্ত যেখানে ভোর ৬টার সময় উঠে বিকেল বেলায় ম্যাচ খেলার জন্য ছুটতে হয়।"
এদিকে নিজের ইনস্টাগ্রামে এডু বেডিয়া জয়ের ছবি দিয়ে তাতে ক্যাপশনে লেখেন, "সম্ভবত গতকাল আমার ক্রীড়াগত কেরিয়ারের সব থেকে জঘন্য পরিস্থিতিতে খেলেছি, কারণ মাঠ, আবহাওয়া, সময় ও যাত্রার জন্য। কিন্তু আবারও এই দল দেখিয়েছে যে এরা ক্ষুধার্ত অসাধারণ কাজ করার জন্য। এই দলের জন্য গর্বিত।"
এফসি গোয়ার হয়ে কোয়ার্টার ফাইনালে গোল করেন দেবেন্দ্র মুরগাওঙ্কার, মুহাম্মাদ নেমিল, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিয়েন্ডার ডি কুনহা এবং রোমারিও জেসুরাজ। এদিকে দিল্লি এফসি হয়ে গোল করেন নিখিল মালি।