দুর্দান্ত ফ্রিকিকে মহমেডানের স্বপ্ন ভেঙে দিলেন এডু বেদিয়া, ডুরান্ড চ্যাম্পিয়ন এফসি গোয়া

মহমেডান স্পোর্টিং ক্লাব - ০
এফসি গোয়া - ১ (এডু বেদিয়া)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৪০ হাজারি দর্শক সমৃদ্ধ যুবভারতী ক্রীড়াঙ্গন স্বাক্ষী থাকল অসাধারণ একটি ফাইনালের। ঐতিহ্যশালী ডুরান্ড কাপের মেগা ফাইনালে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলা এফসি গোয়াকে ১০৪ মিনিট অবধি ঘাম ঝরিয়ে দিল মহমেডান স্পোর্টিং। কিন্তু এক মুহুর্তের ম্যাজিকে এফসি গোয়াকে জিতিয়ে দিলেন তারকা মিডফিল্ডার এডু বেদিয়া।
প্রথম থেকেই দুই দলই আক্রমণে গিয়েছিল, যদিও বল দখলে এগিয়ে ছিল এফসি গোয়া। কিন্তু মহমেডান বেশ কয়েকবার গোলমুখী প্রক্রিয়া তৈরি করেছিল। শেষ অবধি খেলা গড়ায় এক্সট্রা টাইমে। কিন্তু ১০৪ মিনিটে দর্শনীয় ফ্রিকিকে গোল করেন এডু বেদিয়া।
আর শেষ অবধি মহমেডানের আশা ধূলিসাৎ করে দিল এফসি গোয়া। তবে প্রশংসা করতেই হবে দুই দলকেই। তারুণ্যের মিশেলে গোয়া ও মহমেডান যে ফুটবল খেলল, মনে রাখবে কলকাতা, মনে রাখবে ভারতীয় ফুটবল।