পুরুষদের ব্যর্থতায় ক্লাবের গৌরবকে ফিরিয়ে আনল এফসি বার্সিলোনার মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে একের পর এক নামী খেলোয়াড়কে এনেছিল এফসি বার্সিলোনার পুরুষ দল। কোচ হিসেবে এসেছিলেন রোনাল্ড কোয়েম্যান। কিন্তু সাফল্যের ভান্ডার বলতে স্রেফ কোপা ডেল রে। লা লিগার খেতাব দৌড় থেকে ছিটকে গিয়েছে, চ্যাম্পিয়নস লিগও বহু আগেই হাতছাড়া - এই অবস্থায় এফসি বার্সিলোনার সাফল্যের ঐতিহ্যে প্রশ্নচিহ্ন এসেই গিয়েছিল।
আর সেই ঐতিহ্যকে ধরে রাখতে যখন পুরুষ দল ব্যর্থ, তখন মহিলা দলই গৌরবান্বিত করে তুলেছে এফসি বার্সিলোনাকে। রবিবার উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসি উইমেনকে ৪-০ গোলে হারায় এফসি বার্সিলোনা ফেমেনি। ম্যাচ শুরুর ৩৬ মিনিটে চার গোল করে ম্যাচ নিজেদের আওতায় নিয়ে আসে বার্সা। আর এই জয়ের জেরে প্রথমবার এই খেতাব পেল বার্সার মহিলা দল।
তবে শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মহিলাদের লা লিগা খেতাবও দখল করেছে বার্সিলোনার মেয়েরা। আর সেটি দাপটের সাথে। ২৬টি ম্যাচের প্রতিটিতে জয়, ১২৮ গোল করেছে সেই লিগে, আর মাত্র পাঁচ গোল খেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার ম্যাচ কম খেলেও ১৪ পয়েন্টে এগিয়ে এফসি বার্সিলোনা ফেমেনি।
আর শেষে, বার্সিলোনার পুরুষ দলের মতই কোপা ডে লা রেইনা কাপে সেমিফাইনালে পৌঁছেছে বার্সার মেয়েরা, যেখানে রিয়াল মাদ্রিদের মহিলা দলের বিরুদ্ধে খেলবে তারা। সুতরাং জোর সম্ভাবনা এফসি বার্সিলোনা ফেমেনির ট্রেবল জয়ের।
পুরুষরা ব্যর্থ হলেও মেয়েরাই সেই সাফল্যকে তুলে আনে, এই কথাটি বহু পুরোনো। একাধিকবার তার প্রমাণও এসেছে। এবার সেই কথাকে সত্যি করে তুলেছে এফসি বার্সিলোনা ফেমেনি।