ক্যাম্প ন্যুতে খেলবে না এফসি বার্সিলোনা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী এক বছর নিজেদের ঘরের মাঠ ঐতিহ্যশালী ক্যাম্প ন্যুতে খেলবে না এফসি বার্সিলোনা। শুক্রবার এই বার্তাই দিয়েছেন সভাপতি জোয়ান লাপোর্তা। মূলত ক্যাম্প ন্যু এর আধুনিকীকরণের জন্য অন্য একটি স্টেডিয়ামে খেলবে বার্সা।
যদিও এখনই স্টেডিয়াম বদলাতে হবে না বার্সিলোনাকে, আগামী ২০২২ সালের গ্রীষ্মকালে শুরু হবে উন্নয়নের কাজ। লাপোর্তা একটি রেডিও শোতে জানিয়েছেন, তিন-চার বছর এই কাজ চললেও ক্লাবকে কেবল ১২ মাসের জন্যই অন্য ঘর খুঁজে নিতে হবে।
মূলত দুটি স্টেডিয়ামকে বাছা হয়েছে বার্সার নয়া ঘর হিসেবে। বার্সিলোনার কিছুটা বাইরে অবস্থিত জোহান ক্রুয়েফ স্টেডিয়াম আপাতত প্রথম পছন্দ, যেখানে বর্তমানে ক্লাবের মহিলা দল খেলে এবং অনুশীলন মাঠ হিসেবেও ব্যবহার করা হয়। আপাতত মাঠটি ছয় হাজার দর্শকাসন ধরলেও লাপ্পোর্তা জানিয়েছেন, পুরুষদের দল খেললে সেই দর্শকাসন বাড়িয়ে ৫০ হাজারে আনা হবে।
এদিকে দ্বিতীয় পছন্দ হিসেবে শহরের মনতুইজ স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছে, যেখানে ১৯৯২ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে বার্সিলোনার আর এক ক্লাব এস্পানিয়লের হোম গ্রাউন্ড ছিল।
আপাতত ক্যাম্প ন্যুতে দর্শকাসন ৯৯ হাজার হলেও লাপোর্তা চাইছেন, সেটি বাড়িয়ে এক লক্ষ দশ হাজারে আনতে। এছাড়া আশেপাশের জায়গাগুলিকে পুনর্গঠন করা হবে, যেখানে ক্লাবের অন্যান্য খেলা, যাদুঘর ও দোকান খোলা হবে। এই জন্য গোল্ডম্যান সাখসের সাথে কথা বলছে বার্সিলোনা, যাতে দেড় বিলিয়ন ইউরো ঋণ দেওয়া হয়। এই ঋণের জন্য ক্লাবের সদস্যদের ভোট প্রয়োজন। বলা বাহ্ল্য, এই গোল্ডম্যান সাখস কোম্পানি টটেনহ্যামের নয়া স্টেডিয়াম তৈরিতে বড়সড় লগ্নি করেছিল।