লিওনেল মেসির বিদায়ের সাথে সাথে লক্ষ্মী-বিদায়ও ঘটল এফসি বার্সিলোনার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মেসি যদিও ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছিল, কিন্তু বার্সেলোনা ক্লাব নতুন চুক্তি করতে পারছিল না কিন্তু এখন প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে তিনি দু বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। বার্সা এখন একটি মারাত্মক আর্থিক সংকটের মধ্যে রয়েছে এবং এই অবস্থায় তাদের অধিনায়কের বিদায় শুধুমাত্র টিমে নয় ক্লাবের আর্থিক অবস্থার উপর আঘাত করেছে।
ব্র্যান্ড ফাইন্যান্সের মতে, মেসির প্রস্থান ক্লাবকে ব্র্যান্ড ভ্যালুতে ১৩৭ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে ফেলতে পারে। যা বোঝায় যে কিছু খেলোয়াড় ক্লাবের চেয়ে বড় হতেই পারে। তারা ম্যাচ ডে-তে ১৭ মিলিয়ন পাউন্ডের ক্ষতি অনুমান করে কারণ এটি বেশ স্পষ্ট যে মেসি বছরের পর বছর ধরে বার্সার প্রধান আকর্ষণ।
তারপর মার্চেন্ডাইজ ফ্যাক্টর আছে। এটা সাধারণ বিষয় বার্সেলোনার শার্ট বিক্রির প্রধানত আকর্ষণ ছিল মেসিই। ফলে তাকে হারানোতে বার্সা আনুমানিক ৪৩ মিলিয়ন পাউন্ড হারাবে।
এই ক্ষতি অবশ্য এখন পিএসজির লাভের কারণ হবে। ফরাসি জায়ান্টরা, মেসিকে ১৯ নম্বর জার্সি দিতে প্রস্তুত ছিল। কিন্তু দেখা যায় ৩০ নম্বর জার্সি সিলেক্ট করেছেন। এবার থেকে ফরাসি জায়েষ্ন্টদের এই ৩০ নম্বর জার্সি ভালই বিক্রি হবে। কারণ এই জার্সি ছয় বারের ব্যালন ডি' অর জয়ী পড়বে বলে কথা!!
এদিকে, বার্সার সাথে বাণিজ্যিক ও স্পনসরশিপের সুযোগ যেগুলি মেসির কারণে এসেছিল সেখান থেকেও বার্সা প্রায় ৭৭ মিলিয়ন পাউন্ডের রেভিনিউ হারাবে। ব্র্যান্ড ফাইন্যান্স কোম্পানির স্পোর্টস সার্ভিসেসর হেড হুগো হেনসলি বলেন, "মেসি বার্সেলোনা ব্র্যান্ডের সমার্থক এবং ক্লাব ছেড়ে দেওয়ায় ক্লাব আবার ১৫ বছর আগের দৃশ্যের সামনে।"
কোন সন্দেহ নেই যে ক্লাবে তার উপস্থিতি তার অতিরিক্ত ভক্ত, ভাল খেলোয়াড়, ম্যানেজার, ও স্পনসর আনতে ক্লাবকে অনেকটাই সাহায্য করেছিল। কিন্তু তারও ক্লাব ছেড়ে দেওয়ায় উপরিউক্ত জিনিসগুলোর শহীদ সর্বোপরি ক্লাবের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই কমবে।
২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিক্রি করার সময় রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড ভ্যালু ১৮% কমে গিয়েছিল, কিন্তু উল্টো দিকে জুভেন্টাসের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে যায় বিভিন্ন বিভাগের রেকর্ড ভাঙ্গা চুক্তির মধ্য দিয়ে।
যদিও পিএসজি কিছু বিশাল আর্থিক সুবিধা পাওয়ার ব্যাপারে আশাবাদী, তবে জানা গেছে যে তারা মেসির এই পদক্ষেপের জন্য তাদের দলের প্রায় দশজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। মেসি মোটা অঙ্কের সাইন-অন ফি পাওয়ার পাশাপাশি ফ্রান্সের রাজধানীতে বছরে ২৫ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন।