রায়ো ভায়োকানোর কাছে হার এফসি বার্সিলোনার! কোচের পদ থেকে বরখাস্ত রোনাল্ড কোয়েম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার লা লিগায় রায়ো ভায়োকানোর কাছে অবাক হারের পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করল না এফসি বার্সিলোনা ম্যানেজমেন্ট। ম্যাচের পরেই বার্সিলোনার কোচ রোনাল্ড কোয়েম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। আর এই সিদ্ধান্তটি নিয়েছেন খোদ প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, যিনি এতদিন কোয়েম্যানের সমর্থনেই ছিলেন।
রাদামেল ফালকাওয়ের একমাত্র গোলে রায়ো ভায়োকানোর কাছে হারে এফসি বার্সিলোনা, তবে শুধু এই হারের জন্যই কোয়েম্যান বরখাস্ত হননি। চলতি মরশুমে লা লিগায় খারাপ পারফর্মেন্স, এল ক্লাসিকোয় ঘরের মাঠে হার, চ্যাম্পিয়ন্স লিগে ভালো না খেলা - সব মিলিয়ে এই ডাচ কোচের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে এফসি বার্সিলোনার সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশিত হয়।
তবে কোয়েম্যানের পর অন্তর্বর্তী কোচ হিসেবে কাউকে রাখা হবে, নাকি নতুন কোনও ম্যানেজারকে আনা হবে - সে নিয়ে আপাতত জল্পনা চলছেই। কিংবদন্তী মিডফিল্ডার তথা বর্তমানে আল সাদের কোচ জাভিকে চাইছেন অনেকেই - যদিও পুরোটাই নির্ভর করছে বার্সা ম্যানেজমেন্টের উপর।