২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালীন নিষিদ্ধ পার্টি ও যৌনসঙ্গম! হতে পারে সাত বছরের কারাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক মাস বাদেই ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে মরুশহর কাতারে। আর এই নিয়ে ফুটবলপ্রেমীরা প্রচন্ড উৎসুক। ইতিমধ্যেই ম্যাচের টিকিট কাটা হয়ে গিয়েছে এবং কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছেন বিশ্বের তামাম দর্শকরা।
তবে এর আগে বড় দুঃসংবাদ এল কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া ভ্রমণকারীদের জন্য। কাতারের কড়া নিয়মকানুনের জেরে দর্শকদের সাত বছরের কারাদন্ডের শাস্তি দেওয়া হতে পারে।
কিন্তু কেন? সে দেশের নিয়ম অনুযায়ী, বিবাহ বহির্ভূত যৌনসঙ্গম পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া ম্যাচের পর উল্লাস, নাচ-গান ও পার্টি করা নিয়ে চরম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং ধরা পড়লে কঠোরতম শাস্তি প্রদান করা হতে পারে, যার মধ্যে রয়েছে সাত বছরের কারাদন্ড।
এই নিয়ে কাতার পুলিশ দপ্তরের এক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, "সঙ্গম একেবারেই করা যাবে না, যদি না আপনারা স্বামী-স্ত্রীয়ের জুটিতে আসেন। কোনওভাবেই ওয়ান-নাইট স্ট্যান্ড হবে না এই টুর্নামেন্টে। কোনওরকম পার্টি করা চলবে না। এই বিষয়ে এখনই সবাইকে মাথায় রাখতে হবে, যদি না তারা কারাবাসের শাস্তি পেতে চান। এই বছরের বিশ্বকাপে প্রথমবার যৌনসঙ্গম নিষিদ্ধ থাকবে। দর্শকদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।"
এরপর সেই সূত্র আরও বলেছেন, "খেলার পর মদ্যপান ও পার্টির সংস্কৃতি, যা বেশিরভাগ জায়গায় স্বাভাবিক, তা এখানে নিষিদ্ধ। এবং এই বিষয়টি অত্যন্ত কড়া হাতে দেখা হবে, আর ধরা পড়লে কঠিন শাস্তি পড়তে পারে। এমন অনুভূতি আসছে যে এটি দর্শকদের জন্য খুব খারাপ টুর্নামেন্ট হতে চলেছে।"
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ, যা শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর তারিখে।