ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে অন্য উচ্চতায় হালান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোলের দখলে। বুধবার রাত্রে সেটা ভেঙে ফেললেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। রেকর্ড গড়ে সতীর্থ ও কোচিং স্টাফদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৫ গোল ছাড়াও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে হালান্ডের গোল সংখ্যা ৫১টি।
ম্যানচেস্টার সিটির হয়ে ৩৩ ম্যাচেই অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোল এই দুই ফুটবলারকে ছাড়িয়ে গেলেন হাল্যান্ড। কোল ও শিয়েরারের ৩৪ গোলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে এক মরশুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ গোলের মালিক এই তারকা। যদিও কোল ও শিয়েরারের ৩৪ গোলের রেকর্ড ছিল ৪২ ম্যাচের প্রিমিয়ার লিগ ফর্ম্যাটে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের ফর্ম্যাটের হওয়ার পর ১৯৯৫-৯৬ সালে শিয়ারারের ৩১টি গোল ছিল সর্বোচ্চ। যা দীর্ঘদিন ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মরশুমের সর্বাধিক গোল সংখ্যা হিসাবে রয়ে যায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিভারপুলের লুইস সুয়ারেজ দুজনেই যথাক্রমে ২০০৭-০৮ এবং ২০১৩-১৪ মরশুমে শিয়ারারের ৩১ গোলের সংখ্যা ছুঁয়েছিলেন। কিন্তু কেউই এই ইংলিশ তারকাকে টপকে যেতে সক্ষম হননি। ২০১৭-১৮ মরশুমে মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে ৩২ গোল করেছিলেন এবং নতুন রেকর্ড গড়েছিলেন। আর্লিং হালান্ড ৩৮ ম্যাচের ইপিএলে সর্বোচ্চ গোলের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছিলেন।
ইপিএলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোল করে নতুন মাইলফলক স্থাপন করলেন হালান্ড। গ্রিলিশের অ্যাসিস্ট থেকে লিখেছেন নতুন ইতিহাস। সেই সাথে নতুন রাজত্বে নিজের নামটা বাঁধিয়ে রাখলেন এই স্ট্রাইকার।