রোনাল্ডোর বিদায় নিয়ে এক বাক্যে কড়া উত্তর দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু রোনাল্ডোর মত মহাতারকার চলে যাওয়াটা কতটা প্রভাব ফেলবে ইউনাইটেডকে?
এই নিয়ে স্রেফ এক বাক্যে উত্তর দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ এরিক টেন হাগ। এমইউটিভির সাথে এক সাক্ষাৎকারে টেন হাগ বলেছেন, "উনি চলে গিয়েছেন এবং এটি এখন অতীত। আমরা এখন সামনের দিকে তাকাচ্ছি এবং ভবিষ্যতের জন্য লক্ষ্য রাখছি।"
বিশ্বকাপের আগে ইংরেজ সাংবাদিক পিয়ের্স মর্গ্যানের সাথে বিস্ফোরক একটি সাক্ষাৎকার করে বিতর্ক তৈরি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী রোনাল্ডো তার তৎকালীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।
আর এই সাক্ষাৎকারের জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক একেবারে তিক্ত হয়ে যায় রোনাল্ডোর। যার ফলে দুই পক্ষের সম্মতিতে রোনাল্ডো ক্লাব ছাড়েন।