ফিফার বিরুদ্ধে গেল প্রিমিয়ার লিগ! খেলোয়াড়দের ছাড়া হবে না বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা নির্দেশ দিয়ে দেয়, আসন্ন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলার জন্য নিজেদের সমস্ত খেলোয়াড়দের ছাড়তে হবে ক্লাবগুলিকে। কিন্তু এই নির্দেশিকা মানতে রাজি নয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, করোনার জেরে ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশগুলিতে খেলার জন্য কোনও ফুটবলারকে ছাড়বে না তারা।
এই ঘটনার শুরু হয় যখন লিভারপুল জানিয়ে দেয়, মিশরের তারকা উইঙ্গার মহম্মদ সালাহকে তারা ছাড়বে না, যেহেতু যোগ্যতা অর্জন পর্ব খেলার পর ইংল্যান্ডে ফিরে এসে তাকে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর সেই নিয়ে একমত হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলি।
এই নিয়ে মঙ্গলবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলি এক ঐক্যবদ্ধ জোট তৈরি করে জানিয়ে দিয়েছে যে তারা সর্বসম্মতিতে ১৯টি ক্লাবের অন্তত ৬০ জনের মত খেলোয়াড়কে ব্রিটেনের লাল তালিকাভুক্ত ২৬টি দেশে যেতে দেবে না। এই ২৬ দেশের মধ্যে পড়ছে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ।
আর এর জেরে বড় আঘাত পড়বে ব্রাজিলের উপর। অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), থিয়াগো সিলভা (চেলসি), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাবিনহো (লিভারপুল), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি) ও রিচার্লিসন (এভার্টন) যোগ দিতে পারবে না ব্রাজিলের বিশ্বকাপ যোগ্যতা অর্জন শিবিরে।
এই নিয়ে প্রিমিয়ার লিগের এক্সেকিউটিভ রিচার্ড মাস্টার্স বলেছেন, "ক্লাবগুলি জোরালোভাবে এই মতামতে এসেছে যে এই নয়া পরিস্থিতিতে খেলোয়াড়দের ছাড়া একেবারে অযৌক্তিক হবে। কোয়ারেন্টিনের অর্থ হল খেলোয়াড়দের সুস্থতা ও ফিটনেসের উপর প্রভাব পড়বে। আমরা আন্তর্জাতিক ম্যাচ দিনপঞ্জির চ্যালেঞ্জগুলির বিষয়ে জানি এবং এই বিষয়ে সমাধানের জন্য আমরা এগিয়ে আছি।"