মরিয়া লড়াইতেও জয় পেল না স্কটল্যান্ড, ছন্দহীন কেন-স্টার্লিংয়ে নিষ্প্রভ ইংল্যান্ড

ইংল্যান্ড - ০
স্কটল্যান্ড - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোলশূন্য ড্র হলেও খেলায় ছিল যথেষ্ট গতি, যথেষ্ট প্রত্যয় দেখিয়েছে দুই দলই। কিন্তু সুযোগ নষ্টের জেরে গোলই করতে পারল না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ম্যাচের শুরু থেকে স্কটল্যান্ড বেশ চাপে রেখেছিল ইংল্যান্ডকে। যদিও গ্যারেথ সাউথগেটের ছেলেরা পাসিং ফুটবলে আক্রমণের ধাঁচ রেখেছিল। কিন্তু দুই তারকা হ্যারি কেন ও রাহিম স্টার্লিংকে একেবারেই ছন্দে দেখা যায়নি। ফিল ফোডেন, মেসন মাউন্টরা আক্রমণে উঠলেও সেই ফিনিশিং আসছিল না।
অন্যদিকে স্কটল্যান্ডের হয়ে স্কট ম্যাকটোমিনে ও কিয়েরন টিয়েরনি দুর্দান্ত ফুটবল খেলেন। অসাধারণ ডিফেন্স করেন গ্রান্ট হ্যানলি অ্যান্ডি রবার্টসনের নেতৃত্বে স্কটিশ দল কোনওভাবেই জায়গা দেয়নি ইংল্যান্ডকে। তবে যোগ্য ফিনিশারের অভাবেই ভুগল দুই দেশ। তবে এই ড্র স্কটল্যান্ডের পক্ষে অনেক বেশিই ইতিবাচক, কারণ টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডকে আটকে দিল তারা।
এই ড্রয়ের জেরে এখনও ইউরোতে টিকে রইল স্কটল্যান্ড। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে, এবং চোখ রাখতে হবে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রর ম্যাচে। ইংল্যান্ড শেষ ম্যাচে পয়েন্ট পেলেই পরের রাউন্ডে চলে যাবে।