ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল ইংল্যান্ডের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ঘোষিত হল আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ডের ২৬ জনের প্রধান দল। এদিন ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচ গ্যারেথ সাউথগেট বিশ্বকাপের জন্য তার প্রধান অস্ত্রদের নাম প্রকাশ্যে এনেছেন।
এই দলে একদিকে যেমন রয়েছেন গত ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন তেমনি সুযোগ পেয়েছেন ভারতে হওয়া অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের নায়ক ফিল ফোডেন। তারুণ্য এবং অভিজ্ঞতায় ভরা এই দেশ ২০২২ বিশ্বকাপের প্রবল ভাবে দাবিদার এমন টাই মনে করছে ফুটবল মহল।
কোন কোন ইংল্যান্ড ফুটবলার সুযোগ পেলেন বিশ্বকাপে অংশ গ্রহণ করার? জেনে নিন
গোলকিপার- জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডালে
ডিফেন্ডার- ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, কনর কোডি, এরিক ডায়ার, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, জন স্টোন্স, কিরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট
মিডফিল্ডার-জুড বেলিংহ্যাম, কনর গাল্লাঘের, জর্ডান হেন্ডারসন, মেসন মাউন্ট, কেলভিন ফিলিপ্স, ডেক্লান রাইস
ফরোয়ার্ড- ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেন, জেমস ম্যাডিসন, মার্কাস রাসফোর্ড, বুকায়ো সাকা, রহিম স্টার্লিং, ক্যালাম উইলসন