ফাইটার! শেষ মিনিটে পেনাল্টি মারার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ এমি মার্টিনেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করেন ব্রুনো ফার্নান্ডেজ। তবে এরই মাঝে একটি ছবি উঠে এসেছে, যা বেশ নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের মনে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগমণে এটি স্পষ্ট ছিল, এবার থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সমস্ত পেনাল্টি এই পর্তুগিজ সুপারস্টারই মারবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে অ্যাস্টনের বিরুদ্ধে রোনাল্ডো পাঠান ব্রুনো ফার্নান্ডেজকে।
যখন ব্রুনো পেনাল্টি নিতে তৈরি হচ্ছিলেন, অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ রোনাল্ডোর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেন, যেন তিনিই এই পেনাল্টি মারেন। আর এই আচরণে মিশ্র প্রতিক্রিয়া আসে ফুটবল মহলে।
এমি মার্টিনেজ বরাবরই প্রতিপক্ষের মানসিকতার সাথে খেলা করেন। রোনাল্ডোকে পেনাল্টি মারার জন্য আবেদন করে, তিনি আদতে ব্রুনো ফার্নান্ডেজের আত্মবিশ্বাসকে খাটো করে দিলেন। আর এর জেরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পেনাল্টি স্কোরার ব্রুনো একেবারে গগনে পাঠিয়ে দেন বলটি।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও এমি এই ধরণের কাজ করেছেন। কোপা আমেরিকার সেমি ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধেও তিনি তিনটি পেনাল্টি সেভ করেন, আর প্রতিবার তিনি প্রতিপক্ষের পেনাল্টি টেকারদের স্লেজ করেছেন। ইস্পাতসম মানসিকতার এই গোলকিপার এবার এই ট্যাকটিক্সের মাধ্যমে অ্যাস্টন ভিলাকে দুর্দান্ত জয় এনে দিলেন।