চরম বিশৃঙ্খলা! ভাঙল মার্টিনেজের গাড়ি! ফিরলেন পুলিশের ভ্যানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এসেছিলেন যে গাড়িতে, সেই গাড়িতে ফিরতে পারলেন না এমি মার্টিনেজ। খারাপ অবস্থা এমি মার্টিনেজের গাড়ির। স্টিল রঙের গাড়িটির অবস্থা বদলে যায় এক মুহূর্তে। ভালবাসার আতিশয্যে কাঁচ ভাঙলো এমির গাড়ির।
আন্তর্জাতিক তারকার ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ আমরা। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে যে সংবর্ধনা অনুষ্ঠান ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের, সেটি কার্যত বাঙালির আদিখ্যেতায় প্রায় ভেসে গেল। আবেগকে ছাপিয়ে গেল আদিখ্যেতাপনা।
এই মুহূর্তে এই রাজ্যের এক নম্বর অতিথি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। তাঁর গাড়ির কাঁচ ভাঙল অনুষ্ঠান শেষে বেরোনোর সময়। বাধ্য হয়ে পুলিশের ভ্যানে করে ফিরতে হলো এমিকে। এ লজ্জা কোথায় রাখবেন?
আরও পড়ুন - ইলিশ পাতুরি থেকে ডাব চিংড়ি – বাঙালি খাবারে মজবেন এমিলিয়ানো মার্টিনেজ
অনুষ্ঠানের শুরু থেকেই বিপর্যয়ের পূর্বাভাস। দর্শকদের জন্য তিন শ্রেণীর টিকিট ছিল। গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ। অথচ এই তিনটি ব্যারিকেডের মাঝখানে কোনরকম পুলিশি নিরাপত্তা ছিল না। ছিলনা কোনো ব্যারিকেড। এমি আসতেই ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এর জায়গায় চলে আসে ফলে সমস্ত শ্রেণীর টিকিট মিলে মিশে একাকার। সমস্ত মানুষ এক জায়গায় চলে এলেন।
এরপরই বিশৃঙ্খলা উঠল চরমে। বাঙালি এখন সকলেই ফটোগ্রাফার সকলেই সাংবাদিক। যে যার মোবাইল ক্যামেরা উঁচিয়ে ছবি তুলে যাচ্ছেন দর্শকাসন থেকে। চেয়ারে উঠে চলছে তাণ্ডব। আয়োজকদের পক্ষ থেকেও ত্রুটি ছিল বিস্তর। আপনি যদি একটি ফুল আর উত্তরীয় নিয়ে আসতেন হয়তো পরিয়ে দিয়ে সেলফি তুলতে পারতেন এমির।
মঞ্চের সামনে ভিড় আর ভিড়। ধাক্কাধাক্কি চলছে, চলছে কাছে পৌঁছানোর প্রতিযোগিতা! এভাবেই শেষ হল অনুষ্ঠান। এমি কী দেখলেন? বাঙালির আবেগ নাকি বাঙালির বিশৃঙ্খলা?
এরপর যা হল সব ডিফেন্স ভাঙতে বসেছিল এমির। নিরাপত্তা রক্ষীদের গার্ড পেরিয়ে মানুষের হামলা। ভাঙল গাড়ি আর শেষ পর্যন্ত পুলিশের ভ্যানে করে ফিরতে হল বিশ্বকাপজয়ী তারকাকে।