দীর্ঘমেয়াদী চুক্তিতেই যেতে চলেছে ইমামি-ইস্টবেঙ্গল, সঠিক পথেই এগোচ্ছে চুক্তির কাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসবে ইমামি ও ইস্টবেঙ্গল। কিন্তু কবে হবে সেই বৈঠক? কবে হবে চুক্তিপত্রে সই? এই নিয়ে প্রশ্ন এসেই যাচ্ছে।
এই পরিস্থিতিতে এবার চুক্তির কাজ নিয়ে বড় আপডেট এল ইমামির তরফ থেকে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, দীর্ঘমেয়াদী চুক্তিতেই যেতে চলেছে দুই পক্ষ।
এই নিয়ে ইমামির বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রবেশ করছি। পরে বারবার না বলে দুই পক্ষ নিজেদের মতামত এখনই প্রকাশ করলে ভালো হয়।"
এরপর চুক্তি সই নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ইমামি। তারা জানিয়েছে, "দুই পক্ষের মধ্যেকার সমঝোতা সঠিক পথেই এগোচ্ছে। ঈশ্বরের করুণায়, আপনারা শীঘ্রই ভালো খবর পাবেন। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করছি।"
ফলে ইমামির তরফ থেকে বিষয়টি ইতিবাচক, তা তারা স্পষ্ট করেছেন। ইস্টবেঙ্গল কর্তারাও চুক্তি সইতে তোড়জোড় চালাচ্ছেন। এখন এটাই দেখার, পুরো প্রক্রিয়াটি কতদিনের মধ্যে মেটে।