অনুর্ধ্ব ১৭ যুব কাপ খেলতে ইম্ফল উড়ে গেল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুর্ধ্ব ১৭ যুব কাপ। এবং এই টুর্নামেন্টে খেলার জন্য শুক্রবার সকালে ইম্ফলের উদ্দেশ্যে উড়ে গেল ইমামি ইস্টবেঙ্গল এফসির ২২ সদস্যের দল।
ইমামি ইস্টবেঙ্গলের এই দলকে কোচিং করাচ্ছেন প্রাক্তন লাল-হলুদ অধিনায়ক তরুণ দে। প্রাক্তন এই ডিফেন্ডার ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "ছেলেরা উৎসাহিত ইস্টবেঙ্গলকে প্রতিনিধিত্ব করার জন্য। আমি ওদের আমাদের ঐতিহ্যের কথা জানিয়েছি। আশা করি, ওরা এই লাল-হলুদ জার্সির ওজন বহন করতে পারবে।"
এই ইস্টবেঙ্গল দলের অধিনায়কত্ব করবেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড মিরাজ মল্লিক। আগামী ২৫ ডিসেম্বর গুয়াহাটি টাউন ক্লাবের বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এরপর ২৭ ডিসেম্বর জামসেদপুর এফসি, ২৯ ডিসেম্বর শিলং লাজং এবং ৩১ ডিসেম্বর ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। প্রতিটি ম্যাচই হবে ইম্ফলের সাই মাঠে।
গোলকিপার - নুর আলম গাজি, রঙ্গন ভট্টাচার্য, অরিজিত দাস।
ডিফেন্ডার - ইরফান শেখ, লক্ষ্মণ হেমব্রম, প্রজ্জল সাহা, হারু রায়, মহম্মদ ইউসুফ, সুদীপ্ত মন্ডল, আশিস রায়।
মিডফিল্ডার - তুহিন দাস, মহম্মদ ইয়াসিন, রাকেশ মালি, রনিত দাস, গোপাল দাস, মহম্মদ আফজল।
ফরোয়ার্ড - অজয় সাহানি, মোচা ইরোম, রক্তিম জানা, মিরাজ মল্লিক, বিকি সাঁতরা, দেবজিত রায়।