কন্যাশ্রী কাপ জেতার লক্ষ্য নামছে ইমামি ইস্টবেঙ্গল এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুরুষ দলের পাশাপাশি এবার মহিলা দলও ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার কন্যাশ্রী কাপে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল।
এবং এই টুর্নামেন্ট তথা গোটা মরশুমের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল। এর আগে কালিয়াগঞ্জ এমএলএ কাপ জিতেছিল লাল-হলুদের মহিলা ব্রিগেড, যেখানে ফাইনালে এমএলএ কালিয়াগঞ্জ দলকে ১-০ ফলে হারিয়েছিল তারা।
গতবার কন্যাশ্রী কাপে জয়ী হয়েছিল সাদার্ন সমিতি। সেই দলকে গত ১ ডিসেম্বর নিজেদের মাঠে প্রীতি ম্যাচে ৪-০ ফলে হারায় ইমামি ইস্টবেঙ্গল। গত শুক্রবার শ্যামনগর আদিবাসী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিকে প্রীতি ম্যাচে ১১-০ ফলে হারায় ইস্টবেঙ্গল।
এই মহিলা দল নিয়ে হেড কোচ সুজাতা কর ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া টিমকে বলেছেন, "আপনি কালিয়াগঞ্জ এমএলএ কাপকে কন্যাশ্রী কাপের সাথে তুলনা করতে পারবেন না, কারণ আগেরটি ছিল জেলা-ভিত্তিক প্রতিযোগিতা। আমরা ২-৩ জনকে সেই দল থেকে বেছেছি এবং বাকিদের ট্রায়ালে নেওয়া হয়েছে।"
"মেয়েরা এক সাথে অনেক দিন অনুশীলন করছে এবং গত তিন মাসে খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। আমরা আমাদের শক্তি ও দূর্বলতা এই প্রীতি ম্যাচে পর্যালোচনা করেছি। আমি ইতিবাচক যে মেয়েরা নিজেদের ভুল শুধরে কন্যাশ্রী কাপে ভালো পারফর্ম করবে।"
এই ইস্টবেঙ্গল দলকে নেতৃত্ব দেবেন স্ট্রাইকার মিনা খাতুন। এদিকে মিডফিল্ডার সঙ্গীতা দাস সহ-অধিনায়িকার দায়িত্ব সামলাবেন।
এক নজরে দেখে নিন ইমামি ইস্টবেঙ্গল এফসির মহিলা দল -