পরপর দুবার এটিকে মোহনবাগানের খেলা স্থগিত! নাম না করে ক্ষোভ প্রকাশ এডু বেদিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণের জেরে শনিবার স্থগিত হয়ে যায় এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। আইএসএলের তরফ থেকে এটি ঘোষণা করা হয়। এই নিয়ে পরপর দুই ম্যাচ স্থগিত হল সবুজ-মেরুণ ব্রিগেডের। আর এতে নানা রকম প্রতিক্রিয়া উঠে এসেছে।
কেউ আইএসএলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এটির বিরোধিতা করেছেন। এবার এই নিয়ে নাম না করে ক্ষোভ প্রকাশ করেছেন এফসি গোয়ার তারকা স্প্যানিশ ফুটবলার এডু বেদিয়া।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এডু লিখেছেন, "গতকাল আমাদের নয়জন সদস্যের করোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও ম্যাচ খেলতে হয়েছে। আজ টানা দ্বিতীয়বার একই কারণের জন্য আরও একটি দলের ম্যাচ স্থগিত হল। কেউ আমায় এটি বোঝাবে?"
এই পোস্টে স্পষ্ট বোঝাই যাচ্ছে, একেবারে সরাসরি এটিকে মোহনবাগানের দিকে তীর মেরেছেন এডু বেদিয়া। শুক্রবার একাধিক সদস্যের করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এফসি গোয়া খেলতে নামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
এদিকে এডু বেদিয়ার সুরে একই বার্তা দেয় কেরালা ব্লাস্টার্সের সবথেকে বড় ফ্যান ফোরাম মাঞ্জাপাডা। টুইটারে তারা লিখেছে, "এক লিগ, ভিন্ন নিয়ম।" এমনকি, এডুর ইনস্টা স্টোরির ছবি রিটুইট করেছে তারা।
বিগত কয়েক দিন করোনা সংক্রমণের জেরে অনুশীলনে নামেনি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। যার জেরে খেলোয়াড়দের সুরক্ষার্থে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইএসএল।