আয়োজক কাতারকে দাপটে হারিয়ে দুরন্ত শুরু ইকুয়েডরের

কাতার - ০
ইকুয়েডর - ২ (এনের ভ্যালেন্সিয়া - ২ - পেনাল্টি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ। কিন্তু শুরুটা ভালো হল না আয়োজক দেশ কাতারের। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের বিরুদ্ধে দাপুটে হার হজম করল এশিয়া চ্যাম্পিয়ন কাতার।
ম্যাচের একেবারে শুরুতে গোল পেয়ে যায় ইকুয়েডর, কিন্তু ভিএআর সেটিকে অফসাইড ঘোষণা করে দেয়। এরপরেও ইকুয়েডরের দাপট অব্যাহত থাকে। ১৫ মিনিটে সেবাস মেন্ডেজকে বক্সে ফেলে দেন আল সিব। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডর অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া।
এরপর ৩১ মিনিটে ডানদিক থেকে অ্যাঞ্জেলো প্রেসিয়াডোর ক্রসে দুরন্ত হেডে দ্বিতীয় গোলটি করেন ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষের দিকে কাতার ভালো সুযোগ পেলেও গোল করতে পারেননি আলমোয়েজ আলি।
এরপর দ্বিতীয়ার্ধে কাতার তুলনামূলক ভালো ফুটবল খেলে, যার ফলে ইকুয়েডর সেভাবে দাপট দেখাতে পারেনি। তবে আক্রমণের দিক থেকে ইকুয়েডর কিছু সুযোগ তৈরি করেছিল, যদিও গোল হয়নি।