ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সর্বস্ব দেব, প্রত্যয়ী মহম্মদ রাকিপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লিগ শিল্ড বিজয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই প্লে-অফসে ওঠার আশা শেষ, এই পরিস্থিতিতে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল।
আর এই ম্যাচের আগে দলের মানসিকতা নিয়ে কথা বলেছেন সাইডব্যাক মহম্মদ রাকিপ। এর আগে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন রাকিপ, এবার ইস্টবেঙ্গলের হয়ে পুরোনো দলকে হারাতে চাইবেন এই সাইডব্যাক।
ইস্টবেঙ্গল এফসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাকিপ টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে খেলা নিয়ে বলেছেন, "আমাদের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে, যা খুবই চ্যালেঞ্জিং হবে। মুম্বই সদ্য লিগ শিল্ড জিতেছে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে এবং মরশুমটি ভালো উপায়ে শেষ করতে হবে।"
নিজের ব্যক্তিগত ফর্ম নিয়ে রাকিপ বলেছেন, "আমি গত কয়েকটি আইএসএলে ম্যাচ টাইম পাইনি। যদিও, আমি এই মরশুমে পাঁচটি ম্যাচ খেলেছি, এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। যদি এই দুই ম্যাচে আরও বেশি গেমটাইম পাই, আমি নিজের সেরাটা দেব। এছাড়াও আমি আসন্ন সুপার কাপে নিজের জায়গা পাকা করতে চাই।"
ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবে খেলা নিয়ে রাকিপ বলেছেন, "ইস্টবেঙ্গল ভারতবর্ষের অন্যতম বড় ক্লাব। সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে আমাদের থেকে, যা থাকাটা স্বাভাবিক। আমরা প্রত্যয়ী আগামী দুই ম্যাচ জেতার জন্য। এটা সত্যি যে আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এবারের আইএসএল আগামী ২৫ ফেব্রুয়ারি ডার্বি দিয়ে শেষ করব। আমি চাইব সমর্থকরা যেন সল্টলেক স্টেডিয়াম ভরিয়ে দিয়ে আমাদের জন্য গলা ফাটান। আমরা কোনও কসরত রাখব না এই ম্যাচ জেতার জন্য। আশা করি, আমরা ইতিবাচক ফল পাব।"
শেষে পুরোনো দল মুম্বইয়ের বিরুদ্ধে খেলা নিয়ে রাকিপ বলেছেন, "মুম্বই আমার পুরোনো দল এবং আমার খুব ভালো স্মৃতি রয়েছে ওদের সাথে। তা সত্ত্বেও, আমি এখন ইস্টবেঙ্গলের হয়ে খেলি। যদি ম্যাচে সুযোগ পাই, ইস্টবেঙ্গল জার্সি গায়ে নিজের সর্বস্ব দিয়ে দেব।"