জয় দিয়েই কন্যাশ্রী কাপ অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে পুরুষ দল যখন জয়ের জন্য হাপিত্যেশ করছে, তখন জয় দিয়েই মরশুম শুরু করল ইমামি ইস্টবেঙ্গল এফসির মহিলা দল। মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশকে ২-০ ফলে হারায় ইমামি ইস্টবেঙ্গল এফসি।
২৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সুলঞ্জনা রাউল, এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে গোল করেন মৌসুমি মুর্মু। ম্যাচে বেশ আক্রমণাত্মক খেলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। শেষ অবধি ২-০ ফলে জয় পায় লাল-হলুদের মহিলা ব্রিগেড।
তবে এই জয় নিয়ে সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ সুজাতা কর। এদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করে বেশ খুশি ১৫ বছরের সুলঞ্জনা রাউল।