জাতীয় মহিলা লিগে খেলবে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কন্যাশ্রী কাপে দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এবার জাতীয় স্তরে সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে লাল-হলুদের মেয়েদের। আসন্ন জাতীয় মহিলা লিগে জায়গা পেল ইস্টবেঙ্গল।
আইএফএর তরফ থেকে আসন্ন আইডব্লুএল-এ ইস্টবেঙ্গলকে সুযোগ করে দেওয়ার আবেদন এসেছিল। এবং লিগের প্রগতি ও উন্নয়নের কথা মাথায় রেখে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইস্টবেঙ্গলকে আসন্ন জাতীয় মহিলা লিগে সুযোগ দিল।
সোমবার লিগ কমিটির বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় মহিলা লিগ।
এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় মহিলা লিগে দলগুলি তিনজন বিদেশী খেলোয়াড় সই করাতে পারবে, যার মধ্যে সর্বাধিক দুই বিদেশী মাঠে খেলতে পারবে।