কোচ বাছাইয়ের কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল, অনুশীলনে নামার প্রক্রিয়া শুরু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এখনও অবধি চুক্তিপত্রে সই হয়নি, অথচ দলগঠনের কাজ শুরু করতে দেরি করছে না ইস্টবেঙ্গল। গত সোমবার থেকেই খেলোয়াড়দের সাথে কথা বলা শুরু করেছে ইস্টবেঙ্গল।
এবার যা খবর, শুধু খেলোয়াড় নয়, কোচ বাছাইয়ের কাজও এগিয়ে রাখছে ইস্টবেঙ্গল। একাধিক নামী কোচের সাথে কথা হয়েছে লাল-হলুদ ব্রিগেডের। শোনা যাচ্ছে, দলগঠনের পুরো প্রক্রিয়া মিটিয়ে আগামী সপ্তাহের মধ্যে অনুশীলনে নামতে চাইছে ইস্টবেঙ্গল।
এদিকে রেজিস্ট্রার অফ কোম্পানিজে ইমামি ও ইস্টবেঙ্গলের নতুন কোম্পানির রেজিষ্ট্রেশনের কাজ হয়ে গিয়েছে। এই নতুন কোম্পানির নাম ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড। এবং এই কোম্পানি রেজিস্টার হওয়ায় চুক্তিপত্রে সই হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
ফলে দলগঠনের কাজটি শুরু করে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিপত্রে সই করে ফেলবে ইস্টবেঙ্গল ও ইমামি।