ষষ্ঠ বিদেশী চুড়ান্ত এসসি ইস্টবেঙ্গলের, সই করাল ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে ষষ্ঠ বিদেশী চুড়ান্ত করে ফেলল এসসি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ ব্রিগেড।
২৯ বছরের এই ফরোয়ার্ড ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেন। খেলেছেন ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্ব। ক্রোয়েশিয়ার দল এনকে ওসিয়েকের যুব দল থেকে উঠে আসা এই ফরোয়ার্ড খেলেছেন ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনে। এছাড়া হাঙ্গেরির প্রথম ডিভিশন ও সংযুক্ত আরব আমিরশাহির প্রথম ডিভিশনে খেলেছেন ওসিয়েক। সম্প্রতি হাঙ্গেরির প্রথম ডিভিশনের ক্লাব উজপেস্ত এফসির হয়ে খেলেছেন পেরোসেভিচ।
ক্রোয়েশীয় এই ফরোয়ার্ড প্রয়োজনে দুই প্রান্তের উইংয়ে খেলতে সক্ষম। ক্লাব কেরিয়ারে ৫১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন পেরোসেভিচ। ফলে বেশ ভালো সাইনিং করল এসসি ইস্টবেঙ্গল।