ইমামির চুক্তির খসড়া পরিমার্জন করে পাঠাল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কবে হবে চুক্তিপত্রে সই? এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে চুক্তিপত্রের খসড়া পাঠিয়েছে ইমামি গ্রুপ। কিন্তু তারপর?
এই নিয়ে এবার বড় আপডেট দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এক্সট্রা টাইম বাংলার সাথে ফোনালাপে দেবব্রত সরকার জানিয়েছেন, ইমামির দেওয়া চুক্তিপত্রের খসড়া নিয়ে তারা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন রবিবার।
এই নিয়ে দেবব্রত সরকার বলেছেন, "ওনারা যেটা দিয়েছিলেন, আমরা সেটা আজকে পাঠিয়ে দিয়েছি। আমাদের আইনজ্ঞরা করে দেওয়ার পর আমরা সেটি পাঠিয়ে দিয়েছি।"
কিন্তু এত দেরি কেন হল? এর জবাবে দেবব্রত সরকার বলেছেন, "হয়ত পাঁচ দিন লেগেছে। তবে এগ্রিমেন্ট করতে ওরাও তো ২৫ দিন সময় নিয়েছে, দোষটা ওদের নয়। সব কিছু দেখে নিয়েই করতে হবে। আমাদেরও তাই করা হয়েছে।"
এই নিয়ে দেবব্রত সরকার আরও বলেন, "ওদের (ইমামি কর্তা) বাড়িতে আগামী ১ তারিখ একটি বিবাহ অনুষ্ঠান রয়েছে, আমরাও তাতে আমন্ত্রিত। হয়ত ২-৩ জুলাইয়ের আগে এটি হবে না, হওয়া সম্ভবও নয়। তারপর আমরা বসব। এটাই আশা রাখি।"