মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখতে চান রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বিশ্বকাপ জয়ের পর অনেকেই ধরে নিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু যে ছন্দ নিয়ে তিনি আজও খেলে চলেছেন, আশা করা যায় ২০২৬ সালের বিশ্বকাপেও তিনি খেলবেন। এবং সেই আশা রাখছেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনাল্ডো নাজারিও।
এই নিয়ে এক সংবাদমাধ্যমে রোনাল্ডো বলেছেন, "আমরা যারা লিও মেসির খেলা দেখতে পছন্দ করি তাদের কাছে দারুণ ব্যাপার হবে ওনাকে পরের বিশ্বকাপে দেখা। মেসি দারুণ ছন্দে রয়েছেন। আশা করি আগামী বিশ্বকাপেও ভালো ফর্মে খেলতে নামবেন তিনি।"
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে দাপিয়ে খেলছেন মেসি। সে নিয়ে মুগ্ধতায় বড় রোনাল্ডো বলেছেন, "সদ্য ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে ওনার মধ্যে এখনও সেই জাদুটা রয়েছে। যত বারই বল ধরেন, কিছু না কিছু উত্তেজক মুহূর্ত দেখা যায়। ম্যাচটা ভালো বুঝতে পারেন। কীভাবে খেলতে হবে সেটাও দলকে বলে দেন।"