চেন্নাইন এফসির বিরুদ্ধে কম্বিনেশনে পরিবর্তন আনবে ইস্টবেঙ্গল? দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএলের মহারণে নামবে ইস্টবেঙ্গল এফসি। এবং এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল-হলুদ ব্রিগেডের জন্য। চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট, এই পরিস্থিতিতে এই ম্যাচে জয় আবশ্যিক ইস্টবেঙ্গলের জন্য।
কিন্তু প্রশ্ন হল, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারের পর কি নিজেদের কম্বিনেশনে পরিবর্তন আনবে ইস্টবেঙ্গল? কি একাদশ নিয়ে নামবেন স্টিফেন কনস্টানটাইন? দেখে নেওয়া যাক।
ডার্বি ম্যাচে ভুল করলেও চেন্নাইনের বিরুদ্ধে গোলে থাকবেন কমলজিত সিং, এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে ডিফেন্সে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। দুই সাইড ব্যাকে খেলবেন সার্থক গোলুই ও জেরি লালরিনজুয়ালা। এবং সেন্ট্রাল ডিফেন্স সামলাবেন ইভান গোঞ্জালেজ ও লালচুংনুংগা।
এবার আসা যাক মাঝমাঠের দিকে। সেক্ষেত্রেও বদলের সম্ভাবনা কম। দুই উইং হাফে শুরু করবেন ভিপি সুহের ও নাওরেম মহেশ সিং। পরিবর্ত হিসেবে অনিকেত যাদব ও হিমাংশু জাংড়ার নামতে পারেন। এদিকে দুই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন চারালাম্বোস কিরিয়াকু ও জর্ডান ও' ডোহার্টি। পরিবর্ত হিসেবে খেলবেন অ্যালেক্স লিমা।
আক্রমণের কথায় আসলে, শুরু করবেন ক্লেইটন সিলভা ও সেম্বোই হাওকিপ। এবং আর এক বিদেশী ফরোয়ার্ড এলিয়ান্দ্রো পরিবর্ত হিসেবে নামবেন।
চেন্নাইন এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিত সিং (গোলকিপার), সার্থক গোলুই, ইভান গোঞ্জালেজ, লালচুংনুংগা, জেরি লালরিনজুয়ালা, ভিপি সুহের, জর্ডান ও' ডোহার্টি, চারালাম্বোস কিরিয়াকু, নাওরেম মহেশ সিং, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ।