বেঙ্গালুরুর বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে ম্যাচে কি একাদশ নিয়ে নামবে ইস্টবেঙ্গল? দেখে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। পাঁচ ম্যাচে চারটি হার, এই পরিস্থিতিতে আইএসএলের অন্যতম শক্তিশালী আক্রমণযুক্ত বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।
এমন অবস্থায়, কোন একাদশ নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল? বিশেষ করে, বাঙালি ডিফেন্ডার সার্থক গোলুইয়ের লাল কার্ড এবং একাধিক খেলোয়াড় জ্বর-চোটে আক্রান্ত হওয়ায় হাতে অপশন কম ইস্টবেঙ্গলের। তাহলে কি একাদশ নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল?
গোলে শুরু করবেন কমলজিৎ সিং। এদিকে সার্থক গোলুইয়ের জায়গায় লেফট ব্যাকে শুরু করতে পারেন সুমিত পাসি। বাকি ডিফেন্স লাইন একই থাকার সম্ভাবনা। রাইট ব্যাকে জেরি লালরিনজুয়ালা, এবং দুই সেন্টার ব্যাকে খেলবেন লালচুংনুংগা এবং ইভান গোঞ্জালেজ।
এদিকে মাঝমাঠের লাইনও একই রাখা হতে পারে। সেক্ষেত্রে রাইট উইং হাফে খেলবেন ভিপি সুহের, আর বাঁদিকে নাওরেম মহেশ সিং। দুই সেন্ট্রাল মিডফিল্ডে চারালাম্বোস কিরিয়াকু ও জর্ডান ও' ডোহার্টির খেলার সম্ভাবনাই বেশি।
এবং আক্রমণে সেম্বোই হাওকিপ ও ক্লেইটন সিলভা নেতৃত্ব দেবেন। দ্বিতীয়ার্ধে প্ল্যান বি হিসেবে আক্রমণে এলিয়ান্দ্রো এবং উইংয়ে গতি বাড়াতে হিমাংশু জাংড়াকে ব্যবহার করতে পারেন স্টিফেন কনস্টানটাইন।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিৎ সিং (গোলকিপার), সুমিত পাসি, লালচুংনুংগা, ইভান গোঞ্জালেজ, জেরি লালরিনজুয়ালা, ভিপি সুহের, চারালাম্বোস কিরিয়াকু, জর্ডান ও' ডোহার্টি, নাওরেম মহেশ সিং, সেম্বোই হাওকিপ, ক্লেইটন সিলভা।