ওড়িশা এফসির বিরুদ্ধে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের ফাইনালে উঠে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাস্ত হয়েছিল। যদিও নতুন বছরে ট্রফির খরা মেটার আশা নিয়েই মাঠ ভরাতে প্রস্তুত লাল হলুদ সমর্থকরা।তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ওডিশা এফসি সামান্য এগিয়ে থেকেই শুরু করবে।ইস্টবেঙ্গলের পজিটিভ দিক অবশ্যই এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা। তাছাড়া এই টুর্নামেন্টে বেশি সংখ্যক বিদেশি খেলানো যায়। ফলে বিদেশিদের পারফরম্যান্স ফারাক গড়ে দিতেই পারে।
আরও পড়ুন: তরুণ জোসেফের বোলিং দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের
ইস্টবেঙ্গল ফাইনালের আগে শক্তি বাড়িয়েছে নওরেম মহেশ ও লালচুংনুঙ্গা দলের সঙ্গে যোগ দেওয়ায়। যদিও প্রথম থেকে শুরুতে এই দুই ফুটবলারকে খেলাতে চাননা কোচ। তবে দ্বিতীয়ার্ধে প্ল্যান 'বি' হিসেবে মহেশ নামতে পারেন। সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি বোর্জা হেরেরা ফলে তিনি ফিরতে পারেন প্রথম একাদশে।
ইস্টবেঙ্গল দল নামাতে পারে ৪-৪-২ ছকে। সম্ভাব্য প্রথম একাদশ দেখে নিন:
গোলরক্ষক: প্রভসুখন গিল
ডিফেন্স: মন্দার রাও দেশাই, হোসে পার্দো, হিজাজি মাহের, নিশু কুমার,
মিড ফিল্ডার: সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী,
উইংয়ে: বোর্জা হেরেরা, নন্দকুমার সেকার।
আক্রমণে: ক্লেইটন সিলভা, হাভিয়ের সিভেরিও।