হায়দ্রাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে কি সাহসিকতা দেখাবে ইস্টবেঙ্গল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মাঞ্জেরির পায়ানাদ স্টেডিয়ামে সুপার কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসি। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ। এদিকে ওড়িশার সাথে ড্র করে অস্বস্তিতে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।
এই পরিস্থিতিতে ওড়িশার বিরুদ্ধে একাদশে কি বদল আনবে ইস্টবেঙ্গল? হেড কোচ স্টিফেন কনস্টানটাইন কি শক্তিশালী হায়দ্রাবাদের বিরুদ্ধে সাহসী হবেন?
ওড়িশার বিরুদ্ধে শেষের দিকে গোল খেলেও পুরো ভারতীয় ডিফেন্স লাইন আপকে হয়ত বদলাবেন না স্টিফেন। সেক্ষেত্রে গোলে কমলজিত সিং থাকছেন। সেন্ট্রাল ডিফেন্সে লালচুংনুংগা ও সার্থক গোলুই খেলতে পারেন। এদিকে দুই সাইড ব্যাকে তুহিন দাস ও অতুল উন্নিকৃষ্ণণ খেলতে পারেন।
এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে মোবাশির রহমান ও অ্যালেক্স লিমা খেলবেন। সাইড হাফে চারালাম্বোস কিরিয়াকুকে ব্যবহার করে অপর প্রান্তে নাওরেম মহেশ সিংকে খেলাতে পারবেন স্টিফেন।
আর আক্রমণে জেক জার্ভিস ও ক্লেইটন সিলভার জুটিতেই ভরসা রাখতে হবে ইস্টবেঙ্গলকে। ক্লেইটন কিছুটা পিছন থেকে আক্রমণ ও মাঝমাঠের মেলবন্ধনের কাজ করবেন, তবে জেক জার্ভিসকে অবশ্যই গোল কনভার্শন রেট বাড়াতে হবে। ওড়িশা ম্যাচে যে মিসগুলি হয়েছে, সেগুলি হায়দ্রাবাদের বিরুদ্ধে করলে সমস্যার হবে।
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিত সিং (গোলকিপার), তুহিন দাস, সার্থক গোলুই, লালচুংনুংগা, অথুল উন্নিকৃষ্ণণ, নাওরেম মহেশ সিং, মোবাশির রহমান, অ্যালেক্স লিমা, চারালাম্বোস কিরিয়াকু, ক্লেইটন সিলভা, জেক জার্ভিস।