সুপার কাপ সেমিফাইনালে বোরহার পরিবর্তে এই তরুণ তুর্কিকে খেলাতে পারেন কার্লেস কুয়াদ্রাত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসির বিরুদ্ধে সুপার কাপের প্রথম সেমিফাইনালে নামবে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল দল। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৩-১ গোলে পরাজিত করে বাড়তি আত্মবিশ্বাসের সাথেই সেমিফাইনালে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে সেমিফাইনালে খেলতে পারবেন না বোরহা ফার্নান্ডেজ তাঁর পরিবর্তে কে খেলবেন? সেই নিয় চিন্তাই ইস্টবেঙ্গল সমর্থকেরা।
আরও পড়ুন- টি-টোয়েন্টিতে আবারও বর্ষসেরা সূর্যকুমার যাদব
ইস্টবেঙ্গল দলের প্রস্তুতি এবং খবর অনুযায়ী, বোরহা বাদে কলকাতা ডার্বির দলই নামাবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। এবং বোরহার পরিবর্তে তরুণ প্রতিভা বিষ্ণু শুরু করতে পারেন।
আরও পড়ুন- কঠিন লড়াই লড়েও এশিয়ান কাপ থেকে বিদায় ভারতীয় ফুটবল দলের