সুপার কাপের বড় ম্যাচে শক্তিশালী এই দল নামাতে পারেন কোচ কার্লেস কুয়াদ্রাত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে বাংলার দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। একদিকে এশিয়ান কাপের জন্য দলের ৭জন ভারতীয় ফুটবলার ছাড়াই সুপারকাপে খেলছে মোহনবাগান দল। এর পাশাপাশি জুয়ান ফেরান্দোর পরিবর্তে দলের নতুন হেড কোচ হয়েছেন হাবাস, যদিও ডার্বি ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না হাবাস। অন্যদিকে ভালো ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল দল। দলের আক্রমণাত্মক ফুটবলাররা একে একে ফর্মে ফিরে এসেছেন। এর পাশাপাশি হিজাজি মাহেরের নেতৃত্বে দলের রক্ষণ ভাগও বর্তমানে বেশ শক্তিশালী।
আরও পড়ুন- শ্রীলঙ্কার জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন কেকেআরের বোলিং কোচ
শেষ কিছুদিনের প্রস্তুতি এবং খবর অনুযায়ী, কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল দলে খুব বেশি পরিবর্তন হবেনা। কোচ কার্লেস কুয়াদ্রাত তাঁর দলের প্রতি ভরসা রাখছেন। যদিও প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন দলের ভরসাযোগ্য অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। সেক্ষেত্রে অজয় ছেত্রী রিজার্ভ বেঞ্চে থাকবেন।
আরও পড়ুন- পাঞ্জাব থেকে হবার্ট হ্যারিকেনস: নিখিল চৌধুরীর অজানা কাহিনী শুনলে চমকে যাবেন
প্রভসুখন গিল (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, জোসে আন্তোনিও পার্দো, হিজাজি মাহের, নিশু কুমার, সল ক্রেসপো, সোভিক চক্রবর্তী, বোরহা ফার্নান্ডেজ, নন্দকুমার শেকর, ক্লেইটন সিলভা (অধিনায়ক), জাভিয়ের সিভেরিও