জামসেদপুরের বিরুদ্ধে জিততে সমর্থকদের পাশে চাইছেন জর্ডান ও' ডোহার্টি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার, জামসেদপুর এফসির বিরুদ্ধে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। একেবারে অ-ধারাবাহিক এই ইস্টবেঙ্গল দলকে জিততেই হবে জামসেদপুরের বিরুদ্ধে।
এবং সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও' ডোহার্টিকে। জামসেদপুরে পৌঁছে ইস্টবেঙ্গল মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে জর্ডান নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন।
ওড়িশার বিরুদ্ধে এগিয়েও থেকেও হার, এই নিয়ে জর্ডান বলেছেন, "এরকম একটি হার থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমার মনে হয় আমরা ওড়িশার বিরুদ্ধে সেরাটা খেলতে পারিনি। আমরা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব।"
জামসেদপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জর্ডান বলেছেন, "ওরা খুব ভালোভাবে এসে ফল তুলে আনার চেষ্টা করবে। অ্যাওয়ে ম্যাচ সব সময় কঠিন। আমি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমরা যদি নিজেদের উপর নজর রাখি, আমরা কাজটা হাসিল করে আনতে পারব।"
জামসেদপুরের দলটিকে নিয়ে জর্ডান বলেছেন, "জামসেদপুরের কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে, তবে প্রতিটি দলের এই সমস্যা রয়েছে। ওদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। ওদের হাতে অপশন রয়েছে চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তন করার এবং কাজটি সারার।"
শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে জর্ডান বলেছেন, "আমরা অনেক বেশি শক্তি পাই যখন সমর্থকদের আমাদের সাথে থাকে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। আমাদের সমর্থকরা অনেক বেশি লড়াকু, যা আমাদের ম্যাচে সাহায্য করে। আমরা মাঠে যেরকম খেলা খেলি, আমাদের সমর্থকরা মাঠের বাইরে আর এক রকম খেলা খেলেন। আমার সব সময় মনে হয় ওরা আমাদের জন্য দারুণ কাজ করছেন।"